For Advertisement
সুনামগঞ্জে ধর্মপাশা থানা পুলিশের অভিযানে ২৬০ বস্তা ভারতীয় সুপারীসহ ৩ জন গ্রেফতার।
সুনামগঞ্জে ধর্মপাশা থানা পুলিশের অভিযানে ২৬০ বস্তা ভারতীয় সুপারীসহ ৩ জন গ্রেফতার।
সুনামগঞ্জের ধর্মপাশা থানার এসআই মোঃ আমিনুর রহমান ও এএসআই মোঃ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ২৬০ বস্তা ভারতীয় সুপারী ও ১টি কার্ভাটভ্যানসহ ৩ চোরাকারবারিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন ধর্মপাশা থানার বৌলাম গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ ইয়াসিন (২৪), জামালপুর দেওয়ানগঞ্জ থানার চরখারমা গ্রামের মৃত তোফাজ্জলের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩০), লক্ষ্মীপুর সদর থানার।
ভবানিগঞ্জ গ্রামের মৃত নুরুল আমীনের ছেলে মোঃ মাহমুদ হাসানা অপু (২৭)। আজ বুধবার (৬ মার্চ ২০২৪ খ্রি.) দুপুর পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপাশা থানাধীন।
নওধার গ্রামস্থ বাদশাগঞ্জ থেকে মধ্যনগর থানা গামী রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ১টি কার্ভাটভ্যানে করে ভারতীয় সুপারী পরিবহন করছিল।
তাদের কাছে থাকা কার্ভাটভ্যানটি তল্লাশি করে ১৩ হাজার কেজি (২৬০ বস্তা) ভারতীয় সুপারীসহ কার্ভাটভ্যানটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় সুপারীর আনুমানিক বাজার মূল্য ৩৯ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামিরা জব্দকৃত ভারতীয় সুপারী আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয়।
সুপারী বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে ধর্মপাশা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য