For Advertisement

স্থপতি লরেন্ট ফরনিয়ারের নির্মিত সুন্দরবনের গোসাবায় নির্মিত একটি স্কুলের ডিজাইন, স্কুলটি নির্মিত হয় ২০১৬ সালে।

৩০ জুলাই ২০২৪, ৭:৩৯:৩৫

স্থপতি লরেন্ট ফরনিয়ারের নির্মিত সুন্দরবনের গোসাবায় নির্মিত একটি স্কুলের ডিজাইন, স্কুলটি নির্মিত হয় ২০১৬ সালে।

স্থপতি লরেন্ট ফরনিয়ারের নির্মিত সুন্দরবনের গোসাবায় (আমলামেথি গ্রামে) নির্মিত একটি স্কুলের ডিজাইন। স্কুলটি নির্মিত হয় ২০১৬ সালে। ছাদটা নির্মিত হয়েছে বাঁশ এবং শরকাঠি দিয়ে।
এছাড়া দেওয়ালগুলো এবং ফ্লোরের একাংশ নির্মাণ করার জন্যও বাঁশ ব্যবহার করা হয়েছে। স্থাপত্যটার বিশেষত্ব হল, উপরের বাঁকানো চালাটা একদমই বাংলার নিজস্ব চিরাচরিত চালা স্থাপত্যের আদলে নির্মাণ করা হয়েছে। শুধু খড়ের বদলে শরকাঠির ব্যবহার করা হয়েছে।
বিগত ৮ বছরে আম্ফান ইয়াসের কিংবা মোখা’র মত ঘূর্ণিঝড়ের মোকাবিলা করার পরও গোটা স্থাপত্যটা এখনো সম্পূর্ণ অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য