For Advertisement
হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানা পুলিশ কর্তৃক ডাকাতি মামলার লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ০২ ডাকাত গ্রেফতার।

হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানা পুলিশ কর্তৃক ডাকাতি মামলার লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ০২ ডাকাত গ্রেফতার।
চৌকস পুলিশ সুপার জনাব আক্তার হোসেন, বিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় হবিগঞ্জ জেলার অপরাধ দমন, মাদক নির্মূল, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, হবিগঞ্জ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় সুযোগ্য পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়ের সার্বিক নির্দেশনায় বাহুবল মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির ঘটনায় জড়িত আসামী ১। মোঃ কামরুল ইসলাম (২৫), পিতা-মৃত ময়না মিয়া, মাতা-রোকেয়া খাতুন, সাং-ভাটপাড়া, ০১নং পুটিজুড়ী ইউনিয়ন, থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ, ২। ওসমান গণি (৩৫), পতিা-জমসেদ আলী, মাতা-জাহেদা বেগম, সাং-র্পূববাগ (পুরাতন বাজারের পাশে, থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কামরুল ইসলাম এর হেফাজত হতে মামলার লুণ্ঠিত মালামাল ৬৫ কেজি তামা তার যার মূল্য অনুমান ২০,০০০০০/- (বিশ লক্ষ) টাকা উদ্ধার করেন এবং অপর ধৃত আসামী ওসমান গণির দেওয়া তথ্য মতে ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে ১৫০ কেজি তামার তার উদ্ধার করে যার মূল অনুমান ৫০,০০০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকা। ঘটনার সাথে জড়িত অপরাপর ডাকাতদের গ্রেফতারের অভিযান চলমান আছে।
উল্লেখ্য যে, গত ০৯/০৩/২০২৪ খ্রিঃ রাত অনুমান ০২.৫০ ঘটিকা হইতে ০৩.৩০ ঘটিকায় অজ্ঞাতনামা ১৫/২০ জন ডাকাত দেশীয় অস্ত্রসস্ত্র হাতে নিয়া হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন আব্দাকামাল সাকিনস্থ আকিজ গ্রুপের নতুন প্রজেক্ট এর পশ্চিম-দক্ষিণ দিকে ০৪ নং পোস্ট এর কাছে টিনের বেড়া কেটে প্রজেক্টের ভিতরে প্রবেশ করিতে গেলে নিরাপত্তা প্রহরী মোঃ সবুজ হাওলাদার ডাকাতদরেকে বাঁধা প্রদান করে। অজ্ঞাতনামা ডাকাতগণ নিরাপত্তা প্রহরী মোঃ সবুজ হাওলাদারকে দেশীয় অস্ত্র রামদা, লোহার রড ইত্যাদি দিয়া মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপাইয়া-বাইরাইয়া গুরুতর রক্তাক্ত কাটা জখম করতঃ তাহার মুখ স্কচটেপ প্যাঁচাইয়া এবং হাত পা রশি দ্বারা বাঁধিয়া ফেলে রাখে। এসময়ে ডাকাত দল প্রজেক্টের ভিতরে থাকা
1. 100% Copper Busber, অনুমান ৫৮০ কেজি।,
2. Cable NYY 5×95 RM (Made in Austria), অনুমান ১০৫ কেজি।
3. Cable NYY 1×150 RM (Made in Austria), অনুমান ৫৬৩ কেজি।,
4. Cable XLPE 1×240 RM (Made in Austria), অনুমান ১৩২ কেজি।,
5. Combination Pilers 8 Inch, ০১ পিস, 6. Battery 12 V 100 A, ০৯ পিস,
7. Socket Wrench 8-32, ০১ পিস, 8. Welding Machine 40 A, ০৩ পিস,
9. Hand Grinding Machine 4 Inch, ০২ পিস,
10. Hand Drill Machine ০১ পিস
যাহার সর্বমোট মূল্য অনুমান- ১,৯৮,১৯, ৫৮২/-(এক কোটি আটানব্বই লক্ষ উনিশ হাজার পাঁচশত বিরাশি) টাকা লুন্ঠন করিয়া নিয়ে যায়। উক্ত ঘটনার বাহুবল মডলে থানার মামলা নং-০৯, তাং-১০/০৩/২০২৪খ্রি., ধারা-৩৯৫/৩৯৭ পনোল কোড ১৮৬০।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
For Advertisement
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য