প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

হানিফ পাগলা (রঃ) এর ২০ তম বার্ষিক ওরশ মোবারক।

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ৯:৫১:৪৬

হানিফ পাগলা (রঃ) এর ২০ তম বার্ষিক ওরশ মোবারক।

অলিকুলের শিরমনি বড়পীর আব্দুল কাদের জিলানী (রাঃ) মহিসসুন্নাহ,ইমামে আহলে সুন্নাত,মুফ্তি আযম, মুনাজিরে।
আযম,মুজাদ্দিদে আজম মাশুকে এলাহি হযরতুল আল্লামা শেরে গাজী আকবর আলী রেজভী (রাদিআল্লাহু)
তায়ালা আনতু।

হানিফ পাগলা (রঃ) এর ২০ তম বার্ষিক ওরশ মোবারক।

প্রধান অতিথি:রেজভীয়া দরবার শরীফের প্রথম গদ্দিনিশি শহীদ শাহ সূফি আনছার আলী রেজভী
ছদরুল আমিন রেজভী সাহেবের সুযোগ্য শাহ্জাদ
প্রধান বক্তা :আওলাদে অলি নানাশাহ্ বাগদাদি দরবার শরীফ,বর্তমান গদ্দিনিশি,পীরজাদা হাফেজ,সুজন শাহ্ আলম সাইয়্যেদি
প্রধান আকর্ষণ: আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্ত্র প্রহরী হযরত মাওলানা শায়েখ মোহাম্মদ মঈন কাদেরী, চট্টগ্রাম।
বিশেষ বক্তা:আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আশেকে রাসুল, মাশুকে এলাহি পীরজাদা হযরত মাওলানা হাফেজ মুফতি বেলায়েত হোসেন।

জালালী,জালালীয়া দরবার শরীফ
কাজী মাওলানা দেলোয়ার হোসেন রেজভী সুন্নি আল কাদেরী, খলিফায়ে রেজভীয়া দরবার শরীফ।
অন্যান্য বক্তা:মাওলানা মোহাম্মদ মনির হোসেন রেজভী,খতিব কুতুব নগর জামে মসজিদ < মাওলানা কবির আহমদ রেজভী,খতিব বড় আলমপুর রেজভীয়া সুন্নিহা জামে মসজিদ সভাপতি :বীর মুক্তিযুদ্ধা হাজী জুলহাস রিজভী, কুতুব নগর ঘোড়ামারা। নাতে রাসুল পেশ করবেন ইমাম শেরে বাংলা (রহঃ) ইসলামীক সাংস্কৃতিক ফোরাম, শায়ের মোহাম্মদ মহিউদ্দিন কাদেরী ও তার দল। সার্বিক পরিচালনায়: খাদেম মোস্তফা রেজভী# 01711-158209

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য