প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

১০ লক্ষ টাকার জন্য আমি একটি ধ’র্ষি’তা মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছি । 

৪ মে ২০২৪, ৭:৩৯:১৭

১০ লক্ষ টাকার জন্য আমি একটি ধ'র্ষি'তা মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছি । 

১০ লক্ষ টাকার জন্য আমি একটি ধ’র্ষি’তা মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছি । 
আসলে আমার মা খুব অসুস্থ আমার মায়ের অপারেশন করার জন্য  ডাক্তার বলেছে ১০ লক্ষ টাকা লাগবে  ।
আমার বাবা নেই আমি আমার একটা ছোট বোন ,আমাদের যার টাকা পয়সা ছিল সব টাকা খরচ করা হয়ে গেছে আমাদের তেমন কোনো জায়গা জমি নিয়ে যা বিক্রি করে আমার মাকে অপারেশন করাবো  আমি টাকার জন্য এদিক ওদিক অনেক জায়গায় গিয়েছি কিন্তু কোথাও টাকা পায়নি  ।
তারপর আমার এক অফিসে স্যারের কাছে আমি যাই  স্যারকে আমি সবকিছু বুঝিয়ে বললাম  স্যার আমাকে টাকা দিতে রাজি হয়নি  স্যারকে অনেক রিকোয়েস্ট করলাম স্যার আপনি যা বলবেন আমি তাই করবো আপনি যেটা করতে বলবেন  সেটাই করব আপনি আমাকে ১০ লক্ষ টাকা দেন  ।
স্যার অনেক  ভেবেচিন্তে আমাকে বলল ঠিক আছে আমি তোমাকে ১০ লক্ষ টাকা দিতে পারি  যদি আমার প্রস্তুত তুমি রাজি হও  আমি স্যারকে বললাম স্যার আপনি যা বলবেন তাই করবো আপনার সব প্রস্তাবে রাজি আছি আমি আপনি শুধুমাত্র দশ লক্ষ টাকার দেন আমাকে ।
তাহলে আমার প্রস্তাবটি আগে তুমি শোনো  আমার একমাত্র মেয়েকে যদি তুমি বিয়ে করো তাহলে আমি তোমাকে ১০ লক্ষ টাকা দেব  স্যারের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম  স্যারের মেয়েকে আমি চিনি অনেকবার স্যারের সাথে অফিসে তার মেয়ে আসছিল দেখতে শুনতে অনেক সুন্দর  এবং অনেক শিক্ষিত  ।
আমি স্যারকে বললাম স্যার এটা আপনি কি বলতাছেন আমার মতন গরিব ছেলের কাছে আপনার মেয়েকে বিয়ে দিবেন এটা তো আমি বিশ্বাস করতে পারতেছি না । তুমি ঠিকই শুনেছ আমার মেয়েকে যদি তুমি বিয়ে করো তাহলে আমি তোমাকে দশ লক্ষ টাকা দেব আমি তোমাকে অনেক ভালোভাবে চিনি  তোমার মত ভদ্র আমাদের অফিসে আর একজনও নেই আমি অনেক ভেবে চিন্তেই এই ডিসিশনটা নিয়েছি আমি চাইনা সবকিছু গোপন রাখতে আমি তোমাকে  সবকিছু খুলে বলতাছি ।
আমার মেয়ে তার এক বান্ধবীর বিয়েতে গিয়েছিল বিয়েটা রাতের বেলা হয়েছিল আসার পথে আমার মেয়েটিকে কিছু রম্পোট ছেলেরা আমার মেয়েটিকে তুলে নিয়ে যায়  আমার একমাত্র মেয়েটিকে ওরা ধর্ষণ করে পরদিন সকালে ছেড়ে দেয়,  স্যারের কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম  না স্যার আমি এ বিয়েটা করতে পারবো না  আমার পক্ষে এ বিয়েটা করা সম্ভব নয়  ।
স্যার আমাকে হাতে ধরে বলতেছে বাবা তুমি আমার মেয়েটিকে বিয়ে করো  সেদিনের ঘটনার পর থেকে  সারাটা দিন ঘরে থাকে  কোথাও বের হয় না
ঠিক মতন খাওয়া দাওয়া করে না  তুমি আমার মেয়েটিকে বাঁচাও বাবা  তা না হলে আমার মেয়েটি একসময়
সুইসাইড করে ফেলতে পারে।
আমি স্যারকে বললাম  স্যার আপনি আমাকে কিছু সময় দেন আমি আপনাকে ভেবেচিন্তে জানাবো আসলে আমি কখনো প্রেম করিনি আর কোন মেয়েদের পিছনে আমি ঘোরাঘুরি করিনি  আমার অনেক ইচ্ছে আমার বউটাকে আমি অনেক ভালো বাসবো। যদি সে মেয়েটি হয় ধর্ষিতা  তাহলে তাকে নিয়ে আমি কিভাবে সংসার করবো  এই চিন্তা ভাবনা করতে করতে  হঠাৎ করে ।
ছোট বোনটি আমাকে কল করলো  ভাইয়া তুমি কি টাকাটা যোগাড় করতে পারছো  ডাক্তার বলেছে কালকে নাকি টাকাটা দিতে হবে  তা না হলে মাকে নাকি বাঁচানো যাবে না  ভাইয়া তুমি যেভাবে হোক টাকাটা ম্যানেজ কর, ছোট বোনটির কথা শুনে আমার হাত-পা কাঁপা কাপি  শুরু করে দিল কি করব বুঝতে পারতাছিলাম না আমি ।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য