For Advertisement
১৪ ফেব্রুয়ারী ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৪-২৫
নিজস্ব প্রতিবেদক:
অর্থবছরের জাতীয় বাজেটের জন্য এসএমই বান্ধব প্রস্তাবনা তৈরির লক্ষ্যে যৌক্তিকীকরণ কর্মশালা আয়োজন।
এসএমই খাতের টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বান্ধব কর-কাঠামো নির্ধারণ, ট্যারিফ ও মূল্য সংযোজন কর যৌক্তিকীকরণ, কর অবকাশ, আইনি ও প্রশাসনিক প্রতিবন্ধকতা দূরীকরণের উদ্দেশ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রতিবছর নিয়মিতভাবে এনবিআরসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তর বরাবর উপস্থাপন করে থাকে। এরই ধারাবাহিকতায় ১৪ ফেব্রুয়ারি ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরের জাতীয় বাজেটে অন্তর্ভুক্তির লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের পলিসি এডভোকেসি উইং উদ্যোগে সুনির্দিষ্ট প্রস্তাবনা ও সুপারিশ গ্রহণ এবং প্রস্তাবনা যৌক্তিকীকরণ কর্মশালার আয়োজন করা হয়। ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব সালাহউদ্দিন মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। কর্মশালায় বিভিন্ন এসোসিয়েশন, ট্রেড বডি, গবেষণা প্রতিষ্ঠান এবং অংশীজন থেকে এসএমই বান্ধব সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপন করা হয় এবং উপস্থাপিত প্রস্তাবনাসমূহ বিশ্লেষণ করে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। এসএমই ফাউন্ডেশনের উর্ধ্বতন কর্মকর্তাগণের মধ্যে মহাব্যবস্থাপক জনাব মো. নাজিম হাসান সাত্তার, জনাব ফারজানা খান এবং পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে জনাব আব্দুলাহ আল মাহমুদ এফসিএ এবং জনাব মোস্তফা ইকবাল উপস্থিত ছিলেন। এছাড়াও সংশ্লিষ্ট উইং এর সহকারী ব্যবস্থাপক জনাব মো. আলমগীর হোসাইন এবং নাজমুন নাহার সভায় উপস্থিত ছিলেন।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
For Advertisement
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য