প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

অনধিকার দোকান ঘরে প্রবেশ ও হত্যার উদ্দেশে আঘাত করিয়া গুরুতর যখম সহ চুরি ও হুমকি। 

৪ মার্চ ২০২৪, ২:৫৫:৩৬

অনধিকার দোকান ঘরে প্রবেশ ও হত্যার উদ্দেশে আঘাত করিয়া গুরুতর যখম সহ চুরি ও হুমকি।

প্রাথমিক তথ্য বিবরণ

বিপি ফরম নং:  ২৭ ,   বাংলাদেশ ফরম নং: ৫৩৫৬ ,     নিয়ন্ত্রণ নং: ২৪৩
থানায় পেশকৃত ফৌজদারী বিধান কোষের ১৫৪ নং ধারায় অপরাধ সংক্রান্ত প্রাথমিক তথ্য  উপজেলা লাকসাম জেলা কুমিল্লা।

ঘটনা ও সময়

২১ সেপ্টেম্বর ২০২৩ রাত অনুমান ৭:৩০ ঘটিকা। পেশ করার তারিখ ও সময় ২৩সেপ্টেম্বর ২০২৩     ২১:০৫ ঘটিকা।
ঘটনার স্থান থানা হইতে দূরত্ব উদ্বিক এবং দায়িত্বাধীন এলাকা নং ১ লাকসাম থানাদিন ৪ নং কান্দিরপাড় ইউপির পাঁচ নং ওয়ার্ড, ইব্রয়াইন বাজারের পশ্চিমে ২০০ গজ দূরে লতিফের বাড়ির সামনে, বাদীর দোকান লাকসাম কুমিল্লা বাংলাদেশ থানা হইতে দূরত্ব অনুমান ৪ কিলোমিটার পশ্চিম দিক ৪ নং কান্দিরপাড় ইউপি পাঁচ নং ওয়ার্ড জে এল নং ২২২
মামলার কোড ( 9BBNK)

থানা হইতে প্রেরণের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৩,

সংবাদদাতা এবং অভিযোগকারী নাম ও বাসস্থান ঠিকানা,

মো: হজল হক (৩৮)।  জাতীয় পরিচয় পত্র নং :১৯৮৩১৯১৭২৭৭৬১২৪৪১ পিতা মৃত হাবিবুর রহমান। ইব্রয়াইন ৪ নং কান্দিরপাড় ইউপি থানা লাকসাম জেলা কুমিল্লা।   মোবাইল : ০১৯১৬ ৪৭৬৬৫৭

আসামীর নাম ও বাসস্থান ঠিকানা :

১. মো: হান্নান (৫০)।  পিতা মৃত বলু সরদার।  সং ইব্রয়াইন ৪নং কান্দিরপা, ইউপি থানা লাকসাম ,জেলা কুমিল্লা। ২. মো: খসরু পিতা মোঃ হান্নান । সং ইব্রয়াইন ৪নং কান্দিরপা, ইউপি থানা লাকসাম ,জেলা কুমিল্লা।
৩.মোহাম্মদ রাব্বি, পিতা মোঃ হান্নান। সং ইব্রয়াইন ৪ নং কান্দিরপাড় ইউপি থানা লাকসাম, জেলা কুমিল্লা।

ধারা সহ অপরাধ এবং লুঠিত দ্রবাদি সংক্ষিপ্ত বিবরণ, ধারা – ৪৪৮/৩২৩/৩২৪ /৩২৬/৩০৭/৩৮০/৫০৬ ,পেনাল কোড।

অনধিকার দোকান ঘরে প্রবেশ পূর্বক হত্যার উদ্দেশে আঘাত করিয়া গুরুতর যখম সহ চুরিও হুমকি প্রদানের অপরাধ, চোরাই মূল্য ৫০০০ টাকা,উদ্ধার নাই।

তদন্ত চালনার কর্ম তাৎপরতা এবং বিলম্বে তথ্য রেকর্ড করার কফিয়ত :

বাদীর কম্পিউটার টাইপকৃত এজাহার প্রাপ্ত হইয়া এফআইআর এর সকল কলাম পুরানপূর্বক অত্র মামলা রুজু করিলাম। খতিয়ানে নোট করিলাম বিলম্বের কারণে এজাহারের গর্ভে উল্লেখ আছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) মামলাটির তদন্তের ব্যবস্থা করিবেন। বাদী লিখিত কম্পিউটার টাইপিকৃত এজাহার প্রাপ্ত হইয়া মুল এজাহার হিসাবে গণ্য করিয়া অত্র সহিত সংযুক্ত করা হইল।

সাব ইন্সপেক্টর ( নিরস্ত্র)  মোহাম্মদ আনোয়ার হোসেন –    ৯১২০২২৬৭৮৭ (মোবাইল নং – ০১৮১৪৩৩৯২৬১) মামলাটির তদন্ত করিবেন।
২৩/০৯/২০২৩
(টমাস বড়ুয়া)
বি পি – ৮০০৮১২৪০৬৭
ইন্সপেক্টর (তদন্ত)
লাকসাম থানা কুমিল্লা।

(মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ)
বিপি- ৭৫০১০৫২২৭৬
ইন্সপেক্টর (নিরস্ত্র)  অফিসার ইনচার্জ লাকসাম থানা কুমিল্লা।

নোট :- তথ্যের পাদদেশ সংবাদদাতা স্বাক্ষর অথবা টিপ সহি থাকিতে হইবে।

 

 

 

 

 

 

 

 

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য