For Advertisement
ডাকাতির প্রস্তুতিকালে, আটক-৯, বার্মিজ চাকু, গাছি দা, চাপট, রাম দা, সাবল, স্লাই রেঞ্জ উদ্ধার।
ডাকাতির প্রস্তুতিকালে, আটক-৯, বার্মিজ চাকু, গাছি দা, চাপট, রাম দা, সাবল, স্লাই রেঞ্জ উদ্ধার।
ডাকাতির প্রস্তুতিকালে, আটক-৯, বার্মিজ চাকু, গাছি দা, চাপট, রাম দা, সাবল, স্লাই রেঞ্জ উদ্ধার।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ
অদ্য ইং ০২/০৩/২০২৪ তারিখ জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই নিঃ/ মোঃ নুর ইসলাম ও এসআই (নিঃ)মোঃ শামীম হোসেন এর সমন্বয়ে গঠিত বিষেশ টিম গোপন।
সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর কোতয়ালী মডেল থানাধীন যশোর পৌরসভার ৬নং ওয়ার্ডের রায়পাড়া সাকিনের সরকারী রেলস্টেশন।
পুকুরের দক্ষিণ পার্শ্বে সুমনের দোকানের পিছনে একদল ডাকাত কোতয়ালী থানা এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হইয়াছে।
উক্ত সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ)/মোঃ নুর ইসলাম, সংগীয় এসআই (নিঃ)/মোঃ শামীম হোসেন, এসআই (নিঃ)/শফি আহমেদ রিয়েল, এসআই (নিঃ)/মোঃ সাদ্দাম হোসেন, এএসআই নিঃ সৈয়দ শাহিন ফরহাদ, এএসআই (নিঃ)/ রঞ্জন কুমার বসু, কং/১০০০ মোঃ আব্দুল বাতেন অন্যান্য সঙ্গীয় ফোর্সসহ সুমনের দোকানের পিছন হইতে ০৯ জন আসামীকে গ্রেফতার করেন,ও
কয়েকজন আসামী দৌড়ে পালিয়ে যায় এবং গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হইতে ০৩টি বার্মিজ টিপ চাকু, ০৪টি গাছি দা, ০১টি চাপট, ০১টি রাম দা, ০১টি সাবল, ০১টি সেলাই রেঞ্জ জব্দ করেন।
এই ঘটনা সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ নুর ইসলাম, ডিবি, যশোর বাদী হয়ে এজাহার দিলে যশোর কোতয়ালী মডেল থানায় ০২টি পৃথক পৃথক মামলা রুজু হয়।
প্রাথমিক তদন্তে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীগণ ডাকাতি, চুরি, ছিনতাই, মাদকসহ যশোর শহরে বিভিন্ন ধরনের অপরাধ মূলক করমকান্ড পরিচালনা করিয়া আসিতেছিল।
আসামীদের নির্দিষ্ট কোন পেশা নাই। তাহাদের উক্ত অপরাধ মূলক করমকান্ডের অংশ হিসেবে তাহারা আজ একত্রিত হইয়া ডাকাতির জন্য প্রস্তুতি নিলে তাহাদেরকে কোতয়ালী মডেল থানাধীন যশোর।
পৌরসভার ৬নং ওয়ার্ডের রায়পাড়া সাকিনের সরকারী রেলস্টেশন পুকুরের দক্ষিণ পার্শ্বে সুমনের দোকানের পিছন থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ
(১) কপিল চন্দ্র সাহা চয়ন (২৯), পিতা-কুমারেশ সাহা, সাং-বারান্দিনাথপাড়া মন্দিরের সামনে, (২) ইমন মোল্লা (১৯), পিতা-টুলু মোল্লা, সাং- আনছার ক্যাম্প বেজপাড়া, (৩)
অয়ন (১৯), পিতা- মাসুম শেখ, সাং- শংকরপুর গোলপাতা মসজিদ, (৪) মুন্না ইসলাম সাগর (২১), পিতা-রবিউল ইসলাম, সাং-বারান্দি কদমতলা, (৫) আমিন (৪৪), পিতা-মৃত, জাফর হালদার।
সাং-বারান্দিপাড়া কদমতলা, জনৈক নাজিরের বাড়ীর ভাড়াটিয়া, (৬) হাসিবুর রহমান রাতুল (১৯), পিতা- হাফিজুর রহমান হ্যাপি, সাং- মুরলী জোড়া মন্দির।
(৭) রাফিদুল ইসলাম রোহান (১৯), পিতা- মৃত শরীফুল ইসলাম, সাহ-গোলামপট্টি কাজীপাড়া, সর্বথানা- কোতয়ালী, (৮) নয়ন শেখ (১৯), পিতা- নাহিদ শেখ, সাং- শিকারপুর, থানা-শার্শা,
(৯) রিফাতুল ইসলাম নিভা(১৯), পিতা-মৃত নজরুল ইসলাম, সাং-উজ্জলপুর বাকরা, থানা-ঝিকরগাছা, A/P- গোলামপট্টি কাজীপাড়া বাদলের বাড়ী, থানা-কোতয়ালী মডেল, সর্বজেলা- যশোর।
উদ্ধারকৃত আলামতঃ
(১) ০৩টি বার্মিজ টিপ চাকু, (২) ৪টি গাছি দা, (৩) ০১টি চাপট, (৪) ০১টি রাম দা, (৫) ০১টি সাবল, (৬) ০১টি স্লাই রেঞ্জ।
“বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ”
ধন্যবাদান্তে-
পুলিশ সুপার, যশোর।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য