প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ -২০২৪ এর লিখিত পরীক্ষা সম্পন্ন।

৬ মার্চ ২০২৪, ৬:১৫:৪৮

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ -২০২৪ এর লিখিত পরীক্ষা সম্পন্ন।

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ -২০২৪ এর লিখিত পরীক্ষা সম্পন্ন।

অদ্য ০৬ মার্চ ২০২৪খ্রি. মঙ্গলবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ-২০২৪ এর লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আজ সকাল ১০:০০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, গোপায়া, হবিগঞ্জ এর অভ্যন্তরে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিনদিনের শারীরিক সক্ষমতা যাচাই বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীগণ আজ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং এ আগামী ১৩ মার্চ ২০২৪খ্রি. সকাল ০৮:০০ ঘটিকায় লিখিত পরীক্ষার ফলাফল।

জানানো হবে মর্মে পুলিশ সুপার মহোদয় জানিয়ে দেন। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের একই দিন. সকাল ১০:০০ ঘটিকায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষায় নিয়োগ বোর্ডের সভাপতি হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা মহোদয় ছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্স হতে মনোনীত প্রতিনিধি জনাব এহতেশামুল হক, পুলিশ সুপার, পিবিআই, জনাব মোঃ নুরুল হুদা আশরাফী।

বিপিএম-সেবা পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, অন্যান্য সদস্য হিসেবে জনাব মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার।

প্রশাসন ও অর্থ), সিলেট, জনাব হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, জনাব পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, জনাব মোঃ শহিদুল হক মুন্সি, অতিরিক্ত পুলিশ সুপার।

দিরাই সার্কেল, সুনামগঞ্জ, জনাব আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), হবিগঞ্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য