For Advertisement
সুনামগঞ্জে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২।
সুনামগঞ্জে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২।সুনামগঞ্জে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২।
সুনামগঞ্জে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২।
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই পলাশ চৌধুরী দিপন, এসআই এসএম ওয়াসিমুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয় হলেন বিশ্বম্ভপুর থানার চালবন গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে আব্দুল মান্নান (৩৫) এবং একই থানার রাতারগাঁও গ্রামের মৃত মোঃ আব্দুল আজিজের ছেলে মোঃ আব্দুল করিম (৩৩)। গতকাল শুক্রবার (২২ মার্চ ২০২৪ খ্রি.) বিকাল সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভপুর থানাধীন জিনারপুর গ্রামের ধোপাজান নদীর পশ্চিম পাড়ে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নিকট থেকে ৫০ (পঞ্চাশ) পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত আসামিদ্বয় ১টি মোটরসাইকেলে করে উদ্ধারকৃত মাদক পরিবহন করছিল। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে বিশ্বম্ভপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য