For Advertisement
যশোর জেলার কোতয়ালী হতে শীর্ষ সন্ত্রাসী শেখ অনিক কালা অনিক বিদেশি পিস্তলসহ গ্রেফতার।
যশোর জেলার কোতয়ালী হতে শীর্ষ সন্ত্রাসী শেখ অনিক @ কালা অনিক বিদেশি পিস্তলসহ গ্রেফতার।
যশোর জেলার কোতয়ালী হতে শীর্ষ সন্ত্রাসী শেখ অনিক @ কালা অনিক বিদেশি পিস্তলসহ গ্রেফতার।
ঘটনা ও গ্রেফতারের বিবরণঃ
জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম দিক-নির্দেশনায় ডিবির ওসি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
তারই ধারাবাহিকতায় এসআই শাহীনুর রহমান এর নেতৃত্বে একটি টিম ইং ১৯/০৩/২০২৪ তারিখ ২০:১০ ঘটিকার সময় গোপন তথ্যের ভিত্তিতে যশোর কোতয়ালী থানাধীন শংকরপুর ব্যাংক কলোনীপাড়া গ্রামস্থ দিদারের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর হতে শীর্ষ সন্ত্রাসী শেখ অনিক @ কালা অনিক কে বিদেশি পিস্তল উদ্ধারসহ গ্রেফতার করেন।
একই অভিযানে সন্ত্রাসী শেখ অনিক @ কালা অনিকের হেফাজত হতে ৫০ পিস ইয়াবা, আসামী আশরাফুল ইসলাম আশা’র নিকট হতে ৫০ পিস ইয়াবা ও সহযোগী আসামী হুমায়ুন কবির মনাকে গ্রেফতার করেন।
০১নং আসামী শেখ অনিক @ কালা অনিক’র বিরুদ্ধে ইতোপূর্বে অস্ত্র, মাদক, দ্রুতবিচারসহ ১৪টা মামলা রয়েছে। ০৩নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ০৪টা মাদক মামলা রয়েছে।
আসামীর নাম ঠিকানাঃ
(১) শেখ অনিক @ কালা অনিক (২৮), পিতা- শেখ রেজাউল, সাং- বকচর হুশতলা, (২) আশরাফুল ইসলাম আশা (৪৫), পিতামৃত- আব্দুল কাদের, সাং- টালিখোলা মসজিদপাড়া, উভয়থানা- কোতয়ালী,
(৩) হুমায়ুন কবির (৪৮), পিতা- আবুল কাশেম, সাং- গোয়াখোলা, থানা- অভয়নগর, সর্বজেলা- যশোর।
উদ্ধারকৃত আলামতঃ
(১) ০১টা বিদেশি পিস্তল।
(২) ১০০ পিস ইয়াবা ট্যাবলেট।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য