For Advertisement
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় পুলিশ সুপার।

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় পুলিশ সুপার।
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় পুলিশ সুপার।
অদ্য ২৫ মার্চ ২০২৪ খ্রিঃ রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসন কর্তৃক ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।
সভায় পুলিশ সুপার, ১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাত্রিতে অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে পাকিস্থানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে জীবন আত্মদানকারী বীর শহিদ পুলিশ সদস্য ও ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের শিকার সকল বীর শহিদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোশারফ হোসেন খান মহোদয়, ট্যুরিস্ট পুলিশ রাঙ্গামাটি রিজিয়নের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিউল ইসলাম, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য