For Advertisement
টিম মাধবপুর কর্তৃক লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ০৩ জন ছিনতাইকারী আটক।
টিম মাধবপুর কর্তৃক লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ০৩ জন ছিনতাইকারী আটক।
টিম মাধবপুর কর্তৃক লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ০৩ জন ছিনতাইকারী আটক।
হবিগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা, নির্দেশনায় জেলাব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাধবপুর থানাধীন ০৪নং আদাঐর ইউপির অর্ন্তগত নজরপুর গ্রামের সুলতানপুর টু সুন্দাদিল গামী রাস্তার জনৈক হামিদ মিয়ার বাড়ীর পশ্চিম পাশে খেজুর গাছের নিচে রাস্তায় হতে ২৩/০৩/২০২৪ ইং তারিখ রাত অনুমান ০১:২০ ঘটিকার সময়।
আসামী ১। মোঃ রিমন মিয়া (২০), পিতা- আনোয়ার হোসেন, সাং-সুলতানরপুর, ০৪নং আদাঐর ইউপি, ২। মোঃ শাহ আলম (২০), পিতা- আব্দুল মোতালিব, সাং- নজরপুর, ০৪নং আদাঐর ইউপি, ৩। মোঃ মুক্তার মিয়া (২০), পিতা-মৃত মজিদ মিয়া, সাং-সুলতানপুর, ০৪নং আদাঐর ইউপি, সর্ব থানা-মাধবপুর, জেলা- হবিগঞ্জদেরকে আটক করা হয়।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীদের দেহ তল্লাশী করে ধৃত আসামী ১। মোঃ রিমন মিয়ার পরিহিত জিন্স প্যান্টের ডাক পকেট হতে একটি কাঠের হাতল যুক্ত লোহার তৈরী ছুরি, যার লম্বা অনুমান ১৮ ইঞ্চি ও বাম পকেট থেকে নগদ ৪০০/-টাকা, ২। শাহ আলম এর পরিহিত জিন্স প্যান্টের বাম পকেট থেকে একটি কাঠের হাতল যুক্ত লোহার তৈরী ছুরি, যার লম্বা অনুমান ১৭ ইঞ্চি ও ডান পকেট থেকে একটি ঙচচঙ স্মার্ট মোবাইল ফোন, এবং ৩। মোঃ মুক্তার মিয়ার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে একটি Itel স্মার্ট মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এই সংক্রান্তে গ্রেফতারকৃত ০৩ জন আসামী এর বিরুদ্ধে মাধবপুর থানার মামলা নং-৪২, তারিখ-২৩/০৩/২০২৪খ্রিঃ, ধারা-৪/৫ আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রæত বিচার) (সংশোধন) আইন, ২০১৯ রুজু হয়।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য