For Advertisement
যশোর জেলার ঝিকরগাছার লাউজানি হতে ০১টা বিদেশি পিস্তল, ০২টা মযাগজিন, ০৬ রাউন্ড গুলি ও পাজেরো জিপ গাড়ি উদ্ধারসহ সন্ত্রাসী গ্রেফতার-০৩।
৩০ মার্চ ২০২৪, ১২:৩৮:৩২
যশোর জেলার ঝিকরগাছার লাউজানি হতে ০১টা বিদেশি পিস্তল, ০২টা মযাগজিন, ০৬ রাউন্ড গুলি ও পাজেরো জিপ গাড়ি উদ্ধারসহ সন্ত্রাসী গ্রেফতার-০৩।
যশোর জেলার ঝিকরগাছার লাউজানি হতে ০১টা বিদেশি পিস্তল, ০২টা মযাগজিন, ০৬ রাউন্ড গুলি ও পাজেরো জিপ গাড়ি উদ্ধারসহ সন্ত্রাসী গ্রেফতার-০৩।
ঘটনা ও গ্রেফতারের বিবরণঃ
জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ডিবির ওসি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
তারই ধারাবাহিকতায় গত ইং ২৯/০৩/২৪ তারিখ জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ মুরাদ হোসেন পিপিএম এর নেতৃত্ব এসআই মোঃ শাহীনুর রহমান পিপিএম, এসআই খান মাইদুল ইসলাম রাজিব, এসআই হরষিত রায়, এসআই রইচ আহমেদগণের সমন্বয়ে একটা চৌকস টিম ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া একই তারিখ ২১:২০ ঘটিকায় ঝিকরগাছা থানাধীন লাউজানি সাকিনস্থ জনৈক রয়েল এর স’মিলের দক্ষিণ পাশে যশোর টু বেনাপোল গামী মহাসড়কের উপর হতে সন্ত্রাসী (১) রাজিব শেখ (২৬), (২) জিলান শেখ (৫৫), (৩) হেমায়েত শেখ @ মেহেদী হাসান (৩০) দের ০১টা বিদেশি পিস্তল, ০২টা ম্যাগজিন, ০৬ রাউন্ড গুলি, ০১টা পাজেরো জিপ গাড়ি উদ্ধারসহ গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সন্ত্রাসী কার্যক্রম সংঘটনের উদ্দেশ্যে অস্ত্র নিজেদের দখলে রেখেছে। গ্রেফতারকৃত ০১নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ০৩টা মাদক মামলা, ০১টা অস্ত্র মামলাসহ ০৪টা মামলা রয়েছে এবং ০৩নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ০৩টা চুরি মামলা, ০১টা অস্ত্র মামলাসহ ০৪টা মামলা রয়েছে।
আসামীর তথ্যঃ
১। মোঃ রাজিব শেখ (২৬), পিতা মোঃ মনির শেখ, মাতা-রাবেয়া বেগম, সাং-নরখালী, থানা-পিরোজপুর সদর, জেলা- পিরোজপুর, ২। মোঃ জিলান শেখ (৫৫),পিতা-মৃত শেখ আলতাব হোসেন,মাতা- জাবেদা, সাং- সায়রাবাদ, থানা-রামপাল,জেলা-বাগেরহাট ৩। হেমায়েত শেখ @ মেহেদী হাসান (৩০), পিতা- তোরাফ শেখ, মাতা-মৃত মমতাজ বেগম, সাং- যোগীপোল, থানা- খান জাহানআলী,জেলা -খুলনা।
উদ্ধারকৃত আলামতঃ
১। ০১টি বিদেশি পিস্তল।
২। ০২টি ম্যাগজিন।
৩। ০৬ রাউন্ড গুলি।
(৪) ০১টি পাজেরো জিপ গাড়ি।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Cumillar Voice ২০২৪ - Developed by RL IT BD
মন্তব্য