প্রচ্ছদ / সাক্ষাৎকার / বিস্তারিত
For Advertisement
২ বছর ধরে শারীরিক মেলা-মেশা হয়নি আমাদের স্বামী স্ত্রী দুজনের মধ্যে শুধুমাত্র আমি অসুস্থ বলে।
৬ মে ২০২৪, ৪:৪৩:১৭
২ বছর ধরে শারীরিক মেলা-মেশা হয়নি আমাদের স্বামী স্ত্রী দুজনের মধ্যে শুধুমাত্র আমি অসুস্থ বলে।
২ বছর ধরে শারীরিক মেলা-মেশা হয়নি আমাদের স্বামী স্ত্রী দুজনের মধ্যে শুধুমাত্র
আমি অসুস্থ বলে।
স্বামি কে বললাম ওগো তুমি আমাকে ডিভোর্স দিয়ে
অন্য একটি বিয়ে করো।
সে উত্তর দিলো “তোমাকে ডিভোর্স দেয়ার জন্যে
কি আমি বিয়ে করছিলাম।
দেখো আমি একজন অসুস্থ মানুষ।
না পারি কোন কাজ করতে
না পারি তোমায় শারীরিক বা মানুষিক সুখ দিতে।
আমার এতো সুখের দরকার নেই।
তুমি আমার সঙ্গে আছো এটাই অনেক কিছু।
প্লিজজজ স্বামী।
তুমি অন্য একটি বিয়ে করো।
আমি আর কয়দিনেই বা বাছবো বলো।
বার-বার কিন্তু এক কথা পছন্দ করিনা আমি।
যেখানে আমার সেবা করার কথা ছিলো তোমাকে।
সেখানে তুমি আমার সেবা করতেছো।
সমস্যা নেই।
তুমি সুস্থ হলে আমার সেবা করিও।
আচ্ছা আমি যে বিছানায় প্রসাব ,পায়খানা করি
এই গুলা পরিষ্কার করতে তোমার ঘৃনা করেনা।
এইটাও আমার একটি দায়িত্ব।
তাই আমি দায়িত্ব পালন করি বুজছো।।
স্বামীর এমন কথায় শুনে
অজানতেই চোখের কোনে পানি চলে আসলো।
তা দেখে স্বামী নিজের হাত দিয়ে পানি গুলি মুছে দিয়ে
বললো
তুমি আমার এক গুচ্ছো ভালোবাসা।
তোমাকে নিয়ে আমি হাজারো স্বপ্ন বেধছি।
তোমাকে নিয়ে আমি আবারো সেই অন্ধকার,রাস্তা
হাটতে চাই।
তোমাকে নিয়ে আমি সারাটি জীবন বাচতে চাই।
কথা গুলি শুনে স্ত্রী এইবার
অঝরে কান্না করে থাকে।
আর বলে ভালোবাসি তোমাকে স্বামী।
ভালোবাসা বুজি এমনি হয়।
তাইনা বন্ধুরা।
অনুগল্প: স্বামির_দায়িক্ত
কাহিনী ও লেখনীতে : মহাসিব
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Cumillar Voice ২০২৪ - Developed by RL IT BD
মন্তব্য