For Advertisement
ভারত থেকে বাংলাদেশের তাবলীগ জামাতের ১৮ জন সাথী সহকারে টঙ্গী বিশ্ব ইজতেমা অংশগ্রহণ করেন।
২ জুন ২০২৪, ৪:৩০:২২
ভারত থেকে বাংলাদেশের তাবলীগ জামাতের ১৮ জন সাথী সহকারে টঙ্গী বিশ্ব ইজতেমা অংশগ্রহণ করেন।
হারানো ব্যক্তির খোঁজে আলমগীর হোসেন আলম কুমিল্লা ব্যুরোচীফ মো:তাজেল আলী বয়স (৮০),পিতা মৃত লাল মিয়া,গ্রাম পোস্ট, বামুনগ্রাম থানা।
কালিয়াচক জেলা মালদা পশ্চিমবঙ্গ,. পোস্ট কোড,. ৭৩২২ ০৬,ভারত।
তিনি গত ৮-২- ২০২৪ ইংরেজি তারিখ বৃহস্পতিবার ভারত থেকে বাংলাদেশের তাবলীগ জামাতের ১৮ জন সাথী সহকারে টঙ্গী বিশ্ব ইজতেমা অংশগ্রহণ করেন।এবং বিশ্ব ইজতেমা চলাকালীন সময়ে গত ১০/২/২০২৪ ইংরেজি তারিখ শনিবার সকাল ১০ ঘটিকায় ভারতীয় তাবলীগ জামাতের সাথী সহ আগত ১৮ জন তাবলীগের জামাত যেখানে অবস্থান করেন সেখান থেকে তাজেল আলী বাহির হন।
কিন্তু পুনরায় তিনি ভারতীয় তাবলীগ জামাতের অবস্থানের জায়গায় আর ফিরে আসেন নাই।দীর্ঘ সময় পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাওয়া যায় নাই।এই বিষয়ে একটি মিসিং ডায়েরি লিপিবদ্ধ করেন তাজেলের পরিবারের সদস্যরা।
ইনচার্জ মহদীপুর এল, সি, এস, ইংলিশ বাজার মালদা।যাহার জিডি নং ১১১৯ তারিখ ১৬,০২-২০২৪ ইং।
তাজেল আলীর পাসপোর্ট নাম্বার -টি- ১০৩০ ৪৮০ তাজেল আলীর বয়সের বার্ধক্য জনিত কারণে কিছুটা ভারসাম্যহীনতায় ভুগছেন।তাহার শারীরিক বর্ণনা গায়ের রং ফর্সা উচ্চতা ৫ ফিট সাদা পাঞ্জাবি নীল কালারের জ্যাকেট তার পরনে ছিল।তাবলীগ জামাতে আসা তাজেল আলীকে না পাওয়ার কারণে আগত তাবলীগ জামাতের ১৮ জন,তাবলীগ জামাতের সাথীরা তাজেল আলীকে ছাড়াই তারা পুনরায় ভারতে ফিরে যান।
এই বিষয়ে সন্ধান প্রার্থীর প্রার্থনা,যদি কোন সহৃদয়বান ব্যক্তি তাহার দেখা বা খোঁজ পান নিম্নের ঠিকানা যোগাযোগ করার জন্য বিনীত প্রার্থনা জানিয়েছেন নিম্নের ঠিকানায়। হাজী মোহাম্মদ আলমগীর হোসেন আলম, দৈনিক বাংলাদেশ কন্ঠ কুমিল্লা জেলা ব্যুরোচীফ পূর্ব বাগিচা গাঁও সদর কোতোয়ালি কুমিল্লা ।
মোবাইল নং ০১৭১০৯৯৬৮৮০, ০১৬২৫৪০০০৭৮।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Cumillar Voice ২০২৪ - Developed by RL IT BD
মন্তব্য