প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

কয়েকদিন পর পর আইদি পরিবহনের চাঁদপুর-কুমিল্লা রুটে নামার খবরে অনেকেই হয়তো হাহা দিচ্ছেন বা এখন আর বিশ্বাস করতে চাচ্ছেন না যে তারা নামবে।

২ জুন ২০২৪, ৫:০৯:৪৯

কয়েকদিন পর পর আইদি পরিবহনের চাঁদপুর-কুমিল্লা রুটে নামার খবরে অনেকেই হয়তো হাহা দিচ্ছেন বা এখন আর বিশ্বাস করতে চাচ্ছেন না যে তারা নামবে।

কয়েকদিন পর পর আইদি পরিবহনের চাঁদপুর-কুমিল্লা রুটে নামার খবরে অনেকেই হয়তো হাহা দিচ্ছেন বা এখন আর বিশ্বাস করতে চাচ্ছেন না যে তারা নামবে। সত্যি বলতে সবাইকে এইজন্য দোষ দিয়েও লাভ নেই।
অপেক্ষা বেশি হয়ে গেলে অনেকের ধৈর্যের বাধ ভেঙ্গে যায়। তবে আমার আজকের আলোচনার বিষয়বস্তুর সাথে উপরের কথার তেমন সম্পর্ক নেই। বরং আমি আসলে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই।আর সেটা হলো আইদি পরিবহন চললে লাভ কার আর না চললে ক্ষতি কার?
আমার কাছে মনে হয় না চললে সবচেয়ে বড় ক্ষতিটা আমাদের মতো সাধারণ যাত্রীদের যারা এই রুটে নিয়মিত চলাচল করেন। এক বনে এক বাঘ থাকার অপকারিতা যে কতটুকু তা আশা করি রিল্যাক্স পরিবহন যাওয়ার পর এতদিন ধরে টের পেয়ে আসছেন।
একা রাজত্ব করার সুবাদে যাত্রীদের গুরুত্ব না দেওয়া, যাত্রীদের সময়ের মূল্য না দেওয়া, অনেক পুরাতন লক্কর ঝক্কর বাস দিয়ে সার্ভিস দেওয়া আমরা অনেকটা মুখ বুঝেই সহ্য করে আসছি। উপরন্ত কিছু কিছু স্টাফদের থেকে চরম দুর্বব্যাবহার তো রয়েছেই।
আইদির মালিক যদি এই রুটে ঢুকতে না পারে দিন শেষে হয়ত অন্য কোন রুটে উনার বাসগুলো দিয়ে দিবে বা বিক্রি করে দিবে যেহেতু বেশিরভাগ বাসই একদম নতুন। ফলে উনার আসলে তেমন কোন লসই হবে না।  কিন্তু ক্ষতিটা হবে নিয়মিত যাত্রীদের। আইদি না আসলে ভবিষ্যতে হয়ত যাত্রীদের নূন্যতম অধিকারটুকুও হারিয়ে যাবে।
সবশেষে আসলে আইদির জন্য শুভকামনা জানাতে চাই। আপন মহিমায় স্ব রুটে যাত্রীবান্ধব হয়ে উঠুক এইটাই কামনা। হারিয়ে না গিয়ে বরং হয়ে উঠবে যাত্রীদের আস্থার প্রতীক এইটাই আশা।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য