For Advertisement
অনুরোধের ঢেকি গিলতে গিলতে ক্যারিয়ারের ২৫ বছর কাটিয়ে দিয়েছে শাকিব খান।
২৪ জুন ২০২৪, ৭:৫৯:৫৪
অনুরোধের ঢেকি গিলতে গিলতে ক্যারিয়ারের ২৫ বছর কাটিয়ে দিয়েছে শাকিব খান।
অনুরোধের ঢেকি গিলতে গিলতে ক্যারিয়ারের ২৫ বছর কাটিয়ে দিয়েছে শাকিব খান! শিকারী মুক্তির পর নবাব করতে গিয়ে একের পর এক বাধার সম্মুখীন হয়েছিলো শাকিব খান।
এফডিসির জার* গুলো শাকিব খানকে টেনে হিচড়ে নিচে নামানোর খেলায় নেমেছিলো তখন! ক্যারিয়ার আর চলচ্চিত্রের স্বার্থে তখন তিনি বস্তাপচা করতে বাধ্য হয়েছিলেন! ক্যারিয়ারের ২৫ বছরে এমন হাজার টা অনুরোধ উনার গিলতে হয়েছিলো শুধুনাত্র চলচ্চিত্র বাচাতে! তাইতো তার নামের পাশে বস্তাপচা” ট্যাগ দিয়ে সবাই খিল্লি উড়াই।
একটাবার কি ভেবে দেখেছেন এই মানুষ টা কেন “শিকারী, নবাবের” পর “চিপোনামা করে? কখনো এগুলো জানতে চেয়েছেন? তিনি চাইলে আরো ভালো ভালো সিনেমা করতে পারতো! কিন্তু এফডিসির নোংরামির কারনে তার ক্যারিয়ারে একের পর এক মানহীন সিনেমা করতে হয়েছে! শুধুমাত্র এফডিসির নোংরা পলিটিক্সের কারনে!
আজ আবার সেই নোংরামির পুনরাবৃত্তি হচ্ছে, সব জার* গুলো মিলে শাকিব খানকে টেনে হিচড়ে নিচে নামানোর চেষ্টা করছে! তাদের একটাই দাবি, শাকিব খান যেন বস্তাপচা করে! তাদের শিডিউল দেয়! শাকিব খান তার জায়গায় ১০০০% ভাগ সঠিক! আমরা শাকিবিয়ান রা তার পাশে আছি! দরকার হলে এসব সিন্ডিকেট ভেঙ্গে চুড়ে আমরা আমাদের ভাইজান কে উদ্ধার করবো! বাংলার মেগাস্টার শাকিব খান! এই ভালোবাসা চলবে, সূর্য যতদিন জ্বলবে।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Cumillar Voice ২০২৪ - Developed by RL IT BD
মন্তব্য