প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

কুমিল্লা জেলা মোতয়াল্লি সংগঠনের সদস্যগন উপস্থিতির মাধ্যমে কুমিল্লা জেলায় বন্যা দুর্গতদের এাণ দেওয়ার উদ্যেগ গ্রহণ করা হয়েছে।

২৭ আগস্ট ২০২৪, ৭:২২:২৪

কুমিল্লা জেলা মোতয়াল্লি সংগঠনের সদস্যগন উপস্থিতির মাধ্যমে কুমিল্লা জেলায় বন্যা দুর্গতদের এাণ দেওয়ার উদ্যেগ গ্রহণ করা হয়েছে।

অদ্য ২৬, ৮,২০২৪ ইংরেজি তারিখের রোজ সোমবার স্থানীয় একটি হোটেলে  মোতায়ল্লী সমিতি  বাংলাদেশ বৃহত্তর  কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ   কাজী বেলাল আহমেদের নেতৃত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ কাজী বেলাল আহমেদ  সভাপতি  মোতায়ল্লী সমিতি বাংলাদেশ  কুমিল্লা জেলা মোতয়াল্লি সংগঠনের সদস্যগন উপস্থিতির মাধ্যমে কুমিল্লা জেলায় বন্যা দুর্গতদের এাণ দেওয়ার উদ্যেগ গ্রহণ করা হয়েছে কুমিল্লা জেলার বিভিন্ন ওয়াকফ স্টেটের মোতয়াল্লী গণের সার্বিক সহযোগিতায় সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার বিষয়টিকে কুমিল্লা পূর্ব বাগিচাগাঁও বড় জামে মসজিদের সেক্রেটারি এবং নায়েবে মতোয়াল্লি হাজী মোহাম্মদ আলমগীর হোসেন আলম এাণ দেওয়ার বিষয়টিকে সাধুবাদ জানান। সভায় উপস্থিত ছিলেন মোর্শেদ চৌধুরী, ওবায়দুল হক ওবায়েদ, জয়নাল আবদীন জনি মোহাম্মদ আব্দুল মাজেদ আলমগীর হোসেন আলম কাজী সাইফুল  সহ অন্যান্য ব্যক্তিত্ব  উপস্থিত থেকে উক্ত সভাটিকে সাফল্যমন্ডিত করে তুলেন।
বন্যার্তদের এাণ দেওয়ার বিষয়টি  মোতাওয়াল্লি সমিতি বাংলাদেশ মহাসচিব আলমগীর কবির পাটোয়ারী সহিত মোবাইলে সর্ব সদস্যের সহিত আলোচনাক্রমে  আগামী বুধবার স্থানীয় একটি বন্যার্ত এলাকায় এাণ দেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।উক্ত সময়ে  বন্যার্তদের মাঝে তিনি উপস্থিত থাকার জন্য আশা প্রকাশ ব্যক্ত  করেছেন ।  উলেক্ষ্য যে আগামী বুধবার সকাল ১০ঃ০০ ঘটিকায় কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ মোতায়ল্লী সমিতি বৃহত্তর  কুমিল্লা জেলার  মোতয়াল্লী  সদস্যগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাইতেছে ।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য