For Advertisement
আইনের আশ্রয় নিলেও মেরে ফেলবে- সাংবাদিক মাজহারুল ইসলাম ও তার পরিবারের সবাইকে, দিচ্ছে মেরে ফেলার হুমকি – বিশিষ্ট সুদখোর হাজী সজীব ও জয়নাল আবেদীন।

আইনের আশ্রয় নিলেও মেরে ফেলবে- সাংবাদিক মাজহারুল ইসলাম ও তার পরিবারের সবাইকে, দিচ্ছে মেরে ফেলার হুমকি – বিশিষ্ট সুদখোর হাজী সজীব ও জয়নাল আবেদীন।
আইনের আশ্রয় নিলেও মেরে ফেলবে- সাংবাদিক মাজহারুল ইসলাম ও তার পরিবারের সবাইকে, দিচ্ছে মেরে ফেলার হুমকি – বিশিষ্ট সুদখোর হাজী সজীব ও জয়নাল আবেদীন।
ক্রাইম রিপোর্টার…… সাংবাদিক মাজহারুল ইসলাম ও তার পরিবারের সবাইকে।
কুমিল্লার রিপোর্টঃ
দৈনিক
কুমিল্লার ভয়েস সত্যের সন্ধানে চোখ রাখুন, সব সময়….. দেশ ও দেশের বাহিরের সবাই ধন্যবাদ ।
বরাবর অফিসার ইন-চার্জ
কোতয়ালী মডেল থানা কুমিল্লা।
বিষয়- অভিযোগ।
বাদী- মাজহারুল ইসলাম শাকিল (৩৪), পিতা- আঃ রাজ্জাক ভূঁইয়া, মাতা- নুরজাহান বেগম, সাং- কমলাপুর, ১নং কালিরবাজার ইউপি, কোতয়ালী মডেল,থানা জেলা- কুমিল্লা।
বিবাদী- ১। সজীব (৩৭), ২। সাকিল আহম্মেদ (৪২), পিতা মৃত- খোরশেদ কন্টাকদার, ৩। জয়নাল আবেদীন (৪২), পিতা মৃত- আঃ মান্নান, ৪। আঃ রহমান (৪৫), পিতা- মোঃ জামাল হোসেন, ৫। ফাহিম (২০), পিতা মৃত- ডালিম, সর্ব সাং- দৈয়ারা, পোঃ শরৎনগর, ১নং কালিরবাজার ইউপি, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লাসহ অজ্ঞাতনামা ৪/৫জন ।
সাক্ষী- ১। ঘটনা তদন্তকালে হাজির করা হইবে ।
ঘটনার তারিখ ও সময়- ০৪/০২/২০২৫ ইং তারিখ সন্ধ্যা প্রায় ০৭:০০ ঘটিকায়।
ঘটনাস্থল- কোতয়ালী মডেল থানাধীন ১নং কালিরবাজার ইউপি কমলাপুর সাকীনের উত্তর পাড়া জামে মসজিদের মাহফিলের প্যান্ডেলের বাহিরে।
জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন আমি নিম্ন স্বাক্ষরকারী বাদী মাজহারুল ইসলাম সাকিল থানায় হাজির হইয়া উল্লেখিত বিবাদী সজীব, সাকিল আহম্মেদ, জয়নাল আবেদীন, আঃ রহমান, ফাহিম এবং বিবাদীদের সঙ্গীয় অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ করিতেছি যে, দৈনিক কুমিল্লা ভয়েজের ক্রাইম রিপোর্টার হিসেবে আমি দায়িত্ব পালন করিয়া আসিতেছি। বিবাদীগণ আমাদের একই এলাকার বাসিন্দা।
উল্লেখিত বিবাদীগণ এলাকার বিভিন্ন বিষয়াদী নিয়ে আমি রিপোর্টার হিসেবে আমার ও আমার পরিবারের লোকজনদের সহিত শত্রুতা পোষন করিয়া আসিতেছে। এরই জের ধরে অত্র অভিযোগের ঘটনার তারিখ ও সময়ে উল্লেখিত ক্রমিক ১নং ও ২নং বিবাদীদ্বয় সুদূর আমেরিকা প্রবাসে থাকিয়া বাংলাদেশে বিবাদীদের সঙ্গীয় অজ্ঞাতনামা বিবাদীদেরকে অনেক টাকা পয়সা দিয়ে বিগত দিনে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করিয়া অযথা আমাকে হয়রানী করিয়াছে।
এরই জের ধরে অত্র অভিযোগের ঘটনার তারিখ ও সময়ে পূর্ব শত্রুতা মূলে উল্লেখিত বিবাদীগণ এবং বিবাদীদের সঙ্গীয় অজ্ঞাতনামা বিবাদীগণ ঘটনাস্থলে আমার পথ রোধ করত। আমাকে আটক করিয়া আমাকে গাল মন্দ বলে এবং মারপিট করিতে আক্রমণ করে ও আমার সহিত ধস্তা-ধস্তি করে। আমার শোর-চিৎকার শুনিয়া আশে-পাশের লোকজন জরো হইলে বিবাদীগণ আমাকে মারপিট করিয়া হত্যা করিবে মর্মে হুমকীসহ ভয়-ভীতি প্রদর্শন করিয়া চলিয়া যায়। বিবাদীগণ খুবই খারাপ এবং উশৃংখল লোক ও এলাকার সমস্ত খারাপ কাজের হোতা বিধায়, স্থানীয় লোকজন বিবাদীদের বিচার সালিশ করিতে রাজী হয় না। স্থানীয়ভাবে বিবাদীদের সহিত আপোষ-মীমাংসার চেষ্টায় ব্যর্থ হইয়া অভিযোগ দায়েরে বিলম্ব হইল ।
অতএব উপরোক্ত বিষয়ের আলোকে আইনানুগত ব্যবস্থা গ্রহণে জনাবের সদয় মর্জি হয় ।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য