For Advertisement

সময় – এর – ভেলা’য় চড়ে আবারো এলো চেতনা ও গৌরবের মহান ভাষার মাস – ‘ফেব্রুয়ারী’।

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১:০৩:৪৫

সময় - এর - ভেলা'য় চড়ে আবারো এলো চেতনা ও গৌরবের মহান ভাষার মাস - 'ফেব্রুয়ারী'।

সময় – এর – ভেলা’য় চড়ে আবারো এলো চেতনা ও গৌরবের মহান ভাষার মাস – ‘ফেব্রুয়ারী’।

দুয়ারে কড়া নাড়ছে ‘২১ফেব্রুয়ারী- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’।

সাবেক ডেমরা, সারুলিয়া ইউনিয়নের অন্তর্গত বর্তমান ৬৭, ৬৮, ৬৯, ৭০ ওয়ার্ডবাসীদের ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ আন্দোলন-সংগ্রামের চেতনায় উজ্জীবিত, মেধা ও মননের প্রতীক, অনেক স্মৃতিবিজড়িত একমাত্র কেন্দ্রীয় শহীদ মিনারটি ডেমরা-যাত্রাবাড়ি সড়ক সম্প্রসারণের প্রয়োজনে আজ আর যথাস্থানে নেই। দৃষ্টিনন্দন নতুন রূপে আশেপাশে এতদিনে পূন:স্থাপন সম্পন্ন হওয়ার কথা – যেন প্রতিবারের ন্যায় শ্রদ্ধা নিবেদনের সাথে সকল অানুষ্ঠানিকতা বিঘ্নিত না হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় – এক বৎসর অতিবাহিত হয়ে গেলে’য়ো শহীদ মিনারটি পূন:নির্মানের বিষয়টি আজো স্থান নির্বাচন জটিলতার অজুহাতে অন্ধকারে নিমজ্জিত। এখানে কোনো অদৃশ্য কালো হাতের খেলা চলছে!

আমাদের ঐতিহ্য ও প্রানের শহীদ মিনার আর কি ফিরে পাবো না?

শব্দ চয়নেঃ শাজাহান কবীর সাজু।

Courtesy – মোঃ সাইফুজ্জামান টুটুল (বার্তা সম্পাদক) The daily recovery bangladesh

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য