বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসলেই অনলাইনে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে ওঠে।

৪ মার্চ ২০২৪, ৩:০২:২২

বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসলেই অনলাইনে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে ওঠে।

এরা পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে ফাসঁ করে দিবে বলে ফেসবুকের বিভিন্ন জনপ্রিয় পেজে কমেন্টের মাধ্যমে বিজ্ঞাপন দেয়।

বিজ্ঞাপনের নমুনা-
ব্রেকিং নিউজ,
আগামী ২৩ ফেব্রুয়ারী এবং ০১ লা মার্চ অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় “খ” এবং “ক” ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস
হয়েছে,ফাঁসকৃত প্রশ্ন ১০০% হুবহু পরীক্ষায়
আসবে।

যাদের প্রশ্ন লাগবে তারা খুব দ্রুত আমার What’s app নাম্বারে ম্যাসেজ দিন।
What’s app নাম্বারঃ-
018****38”

বিগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে ফেসবুকের বিভিন্ন জনপ্রিয় পেজে এমন কিছু কমেন্ট সিআইডির সাইবার ইনেইলজেন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট টিমের নজরে আসে।

বিষয়টি তদন্তপূর্বক প্রতারকদের সনাক্ত করে টঙ্গী ও গাজীপুর এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এদের কাছ থেকে জানা যায়।

এরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা,মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা, বিভিন্ন চাকরির পরীক্ষা,মেডিকেল ভর্তি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে ফাসঁ করে দিবে বলে ফেসবুকের বিভিন্ন পেজে কমেন্টের মাধ্যমে বিজ্ঞাপন দেয়।

কেউ প্রশ্ন নেয়ার জন্য যোগাযোগ করলে তাদের সংগ্রহে থাকা পুরোনো প্রশ্নপত্রের নির্দিষ্ট কিছু অংশকে আসল প্রশ্ন হিসেবে দেখিয়ে বিশ্বাস অর্জন করে তার কাছ থেকে টাকা নিয়ে আর যোগাযোগ করেনা। এই প্রতারণার টাকা সংগ্রহের জন্য এরা বিভিন্ন বেনামি বিকাশ/নগদ একাউন্ট সহ সিম সংগ্রহ করে এবং সেই সকল নম্বরে টাকা রিসিভ করে।

এছাড়াও এরা এই সকল বেনামী এমএফএস একাউন্টসহ সিম দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে ফেসবুকের মাধ্যমে বিক্রি করে এবং কুরিয়ার করে তা প্রেরন করে।

তাই জনগনের প্রতি সিআইডির পরামর্শ হলোঃ
১/ এসব বিজ্ঞাপন দেখে কেউ টাকা প্রদান করবেন না।

২/ এরা প্রশ্নপত্র দিতে পারবে না ,শুধুমাত্র প্রতারণার মাধ্যমে আপনার টাকা আত্মসাৎ করবে।

৩/ মনে রাখবেন প্রশ্ন ফাসঁ করে পরীক্ষায় অংশগ্রহণ করে নিজের ও জাতির ভবিষ্যত কে অন্ধকারে নিমজ্জিত করছেন, সুতরাং আগে থেকে সাবধান হোন।

৪/ আপনি নিজে কিংবা আপনার সন্তান কে এরুপ অসদুপায় অবলম্বন করে পরীক্ষা উত্তীর্ণের মতো ঘৃণ্য কাজে অংশগ্রহণে নিরুৎসাহিত করুন।

৫/ প্রশ্ন ফাঁস একটি দন্ডনীয় অপরাধ, এই কাজে সম্পৃক্ততায় যে কোন সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারীতে পড়তে পারেন।

যে কোন অংশগ্রহণকারী, সহায়তাকারী, কিংবা অপরাধে সম্পৃক্ত যে কেউ, সুতরাং সাবধান
৬/ নিজে সাবধান হোন অন্যকে সাবধান করুন।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।