পুলিশ সপ্তাহ উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

৪ মার্চ ২০২৪, ৩:১৯:১২

পুলিশ সপ্তাহ উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

পুলিশ সপ্তাহ ২০২৪ এর পঞ্চম দিনে আজ শনিবার (০২ মার্চ ২০২৪ খ্রি.) বিকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। তিনি ক্রীড়া প্যারেডে অংশগ্রহণকারী দলের মার্চ পাস্টে অভিবাদন গ্রহণ করেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মহিলাদের জন্য সুরের তালে তালে বালিশ বদল, হাঁড়ি ভাঙা, দৌড়, বেলুন ফুটানো, অবসরপ্রাপ্ত পুলিশ
কর্মকর্তাগণের জন্য হাঁটা ইত্যাদি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

পরে পুরস্কার বিতরণ পর্বে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার থেকে তদূর্ধ্ব পদমর্যাদার পুলিশ কর্মকর্মর্তাগণ, তাঁদের স্পাউজগণ এবং সন্তানরা উপস্থিত ছিলেন।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।