জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র বিশেষ অভিযানে ৩২ বোতল বিদেশি মদসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক।

৪ মার্চ ২০২৪, ৪:০০:৩২

জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র বিশেষ অভিযানে ৩২ বোতল বিদেশি মদসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক।

মানবতার ফেরিওয়ালা হবিগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আক্তার হোসেন, বিপিএম-সেবা দিকনির্দেশনায় অত্র।

জেলার অপরাধ দমন, মাদক নির্মূল, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, হবিগঞ্জ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, হবিগঞ্জ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় ০২/০৩/২০২৪খ্রিঃ তারিখ হবিগঞ্জ জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩২ বোতল বিদেশি মদসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ০২/০৩/২৪ ইং ১৬.৩০ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর থানাধীন ১নং ধর্মগড় ইউনিয়নের অন্তর্গত আলীনগর।

সাকিনস্থ শুকুরমিয়ার বাড়ী থেকে আছমা বেগম(৩৫), স্বামী- আলাল উদ্দিন, সাং- আলীনগর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জকে KINGFISHER STRONG PREMIUM BEER 650ml- Produce of India ০৮ বোতল, KNIGHT RIDER PREMIUM VODKA 180ml- Produce of India ১১ বোতল ও HEMAN 9000 STRONG BEER 650ml- Produce of India ১৩ বোতলসহ সর্বমোট ৩২ বোতল বিদেশি মদসহ আটক করা হয়।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।