সুনামগঞ্জে দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ২ হাজার ১০০ কেজি চিনিসহ গ্রেফতার-৪ জন।

৪ মার্চ ২০২৪, ৪:০৮:৫৫

সুনামগঞ্জে দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ২ হাজার ১০০ কেজি চিনিসহ গ্রেফতার-৪ জন।

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার এসআই মোঃ নবী হোসেন মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ২ হাজার ১০০ কেজি ভারতীয় চিনিসহ ৪ চোরাকারবারিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন দোয়ারাবাজার থানার দক্ষিণ ক্যাম্পেরঘাট গ্রামের মৃত আব্দুল আলী মুন্সির ছেলে মোঃ হারুন অর রশিদ (৩২), একই গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে আরছব আলী (২২), মোঃ মাহাতাব মিয়ার ছেলে মোঃ হৃদয় মিয়া (২০),

বাঘমারা গ্রামের আব্দুল হামিদের ছেলে মোঃ আব্দুন নুর (২৩)। গতকাল শুক্রবার (১ মার্চ ২০২৪ খ্রি.) দিবাগত রাত পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানাধীন মৌলারপাড় গ্রামে যাতায়াতের রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত আসামিদের হেফাজতে থাকা ২ হাজার ১০০ কেজি (৪২ বস্তা) ভারতীয় চিনি উদ্ধার …

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।