সিএমপি কোতোয়ালি থানার অভিযানে গৃহকর্মীর বাসা থেকে চুরি-যাওয়া ২৩.৫ ভরি স্বর্ণ ও স্বর্ণ বিক্রয়লব্ধ ২ লক্ষ টাকা উদ্ধার।

৪ মার্চ ২০২৪, ৪:১১:৩৪

সিএমপি কোতোয়ালি থানার অভিযানে গৃহকর্মীর বাসা থেকে চুরি-যাওয়া ২৩.৫ ভরি স্বর্ণ ও স্বর্ণ বিক্রয়লব্ধ ২ লক্ষ টাকা উদ্ধার।

মামলার বাদি বিগত ২২/০১/২০২৪ খ্রি. থানায় হাজির হয়ে এই মর্মে এজাহার দায়ের করেন যে তিনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক।

তার কাছে আলমারিতে রক্ষিত অবস্থায় বিভিন্ন সময়ে ক্রয়কৃত সর্বমোট ৩২.৫ ভরি স্বর্ণালংকার ছিল।

সচরাচর তিনি কোন পারিবারিক অনুষ্ঠানে উক্ত স্বর্ণগুলো ব্যবহার করতেন অন্যথায় আলমারিতে তালাবদ্ধ করে রাখেন।

সর্বশেষ ০৭/০৮/২০২৩ খ্রি. তারিখ স্বর্ণগুলো একটি পারিবারিক অনুষ্ঠানে ব্যবহার করে তিনি আলমারির ভিতর ড্রয়ারে রাখেন।

পরবর্তীতে বিগত ২৯/০১/২০২৪ খ্রি. পুনরায় আরেকটি অনুষ্ঠানে যাওয়ার পূর্ব মুহূর্তে ড্রয়ার খোলে স্বর্ণগুলো নিতে গেলে দেখেন স্বর্ণগুলো যথাস্থানে নাই।

আশেপাশে এবং সম্পূর্ণ বাসায় অনেকদিন খোঁজাখুঁজি করার পরেও স্বর্ণের কোন হদিস না পেয়ে পরিবারের সাথে আলোচনা করে থানায় হাজির হয়ে লিখিত এজাহার দায়ের করলে সিএমপি কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

মামলার প্রেক্ষিতে সিএমপি কোতোয়ালি থানার এসআই মুহাম্মদ মোশারফ হোসেন, এসআই মো. মেহেদি হাসান, এসআই মিজানুর রহমান চৌধুরি এএসআই রনেশ বড়ুয়া সংগীয় ফোর্সসহ কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো: রাফিউল ইসলাম জনিকে আটক করেন।

পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে কোতোয়ালি থানাধীন হাজারি গলি এবং দেওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বাদির নিকট থেকে চুরি যাওয়া স্বর্ণের মধ্যে ২৩.৫ ভরি স্বর্ণ এবং স্বর্ণ বিক্রয়লব্ধ নগদ ২ লক্ষ টাকা উদ্ধারপূর্বক জব্দ করেন।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।