সিএমপি চান্দগাঁও থানার অভিযানে চোরাইকৃত মালামাল বিক্রয়ের টাকায় ক্রয় করা NOAH মাইক্রোবাস উদ্ধার ও গ্রেফতার ০১ জন।

৬ মার্চ ২০২৪, ৮:১১:৩২

সিএমপি চান্দগাঁও থানার অভিযানে চোরাইকৃত মালামাল বিক্রয়ের টাকায় ক্রয় করা NOAH মাইক্রোবাস উদ্ধার ও গ্রেফতার ০১ জন।

গত ২০/০২/২০২৪ খ্রি. তারিখ রাত অনুমান ১২:১০ ঘটিকা থেকে সকাল অনুমান ০৬:০০ ঘটিকার মধ্যেবর্তী সময়ে অজ্ঞাতনামা চোর/চোরেরা ঘটনাস্থল চান্দগাঁও।

আবাসিক, বি-ব্লক, রোড নং-১, শাখাওয়াত ভিলা, বাসা নং-৪৯১, ৫ম তলার বাসার জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে নগদ ২২,০০০,০০/- (বাইশ লক্ষ) টাকা, ১৯ (উনিশ)

ভরি স্বর্ণালংকার ও ০১টি আইফোন ১৪ প্রো ম্যাক্স মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় মর্মে বাদি মীর মোহাম্মদ সম্রাট বাবর হোছাইন এর এজাহারের ভিত্তিতে সিএমপি চান্দগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

মামলা রুজু হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব ছবেদ আলী ও মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মুহাম্মদ আলম খাঁনসহ।

চান্দগাঁও থানার একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত নুরুল হক বাবুকে গত ২৭/০২/২০২৪ খ্রি. তারিখ গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

অতঃপর তদন্তে প্রাপ্ত নুরুল হক বাবুকে পুলিশ রিমান্ডে প্রাপ্ত হয়ে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, মামলার ঘটনায় চুরি করা টাকা, স্বর্ণালংকার বিক্রয় করে ০১টি সাদা রং এর NOAH মাইক্রোবাস ক্রয় করেছে।

পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে অভিযান পরিচালনা করে ০২/০৩/২০২৪ খ্রি. তারিখ চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাড়ই পাড়া এলাকা থেকে বিবাদির শনাক্ত মতে চোরাইকৃত মালামাল বিক্রয়ের টাকায় ক্রয় করা NOAH

মাইক্রোবাস গাড়ীটি উদ্ধার করা হয়। ধৃত নুরুল হক বাবু এতদসংক্রান্তে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চান্দগাঁও থানা সহ সিএমপির বিভিন্ন থানায় একাধিক সিঁধেল চুরির মামলা রুজু আছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।