রংপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ২৯ শে ফেব্রুয়ারি ২০২৪।
রংপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ২৯ শে ফেব্রুয়ারি ২০২৪।
আজ ২৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি: দুপুর ১২.৩০ ঘটিকায় রংপুর জেলা পুলিশ অফিস সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ) জনাব মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
এতে জানুয়ারি -২০২৪ মাসের জেলার সার্বিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনাসহ মামলা তদন্তে সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
পরে তিনি জানুয়ারি-২০২৪ মাসের জেলার সার্বিক আইন-শৃংখলা ভাল থাকায় সবাইকে ধন্যবাদ জানান।
পাশাপাশি আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ দেন। সেই সাথে বিভিন্ন ক্যাটাগরিতে উত্তম কাজের জন্য বিভিন্ন ইউনিটের অফিসারদের পুরস্কৃত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর; জনাব হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুরসহ বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জসহ অফিসার ফোর্সগণ।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।