জেলা পুলিশ যশোরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

৭ মার্চ ২০২৪, ৬:৫৪:০১

জেলা পুলিশ যশোরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

অদ্য ০৬/০৩/২০২৪খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল সেডে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে।

পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভার শুরুতেই গত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণ মূলক দাবি সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করা হয়।

উক্ত কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশে কর্মরত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করেন।

কল্যান সভা পরিচালনা করেন জনাব মোহাম্মদ বেলাল হোসাইন,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস যশোর।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব রেশমা শারমিন, পিপিএম, পুলিশ সুপার, পিবিআই যশোর সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।