সুনামগঞ্জে জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৯১ বোতল বিদেশী মদসহ গ্রেফতার-১।

৭ মার্চ ২০২৪, ৭:০৯:৪১

সুনামগঞ্জে জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৯১ বোতল বিদেশী মদসহ গ্রেফতার-১।

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই মোঃ মিজানুর রহমান ও এসআই জিয়া উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৯১ বোতল ভারতীয় মদসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন জগন্নাথপুর থানার বাদে খাশিলা গ্রামের বাবুল দাশের ছেলে শিবু দাস (২৪)। গতকাল বুধবার (৬ মার্চ ২০২৪ খ্রি.) গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে।

জগন্নাথপুর বাজারস্থ পাকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটককৃত আসামির নিকট থেকে ৩৩ বোতল Officer’s Choice, ২ বোতল MAGIC MOMMENTS ও ২২ বোতল McDowells No-1 এবং ৩৪ বোতল AC BLACK নামক সর্বমোট ৯১ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আটককৃত আসামি ১টি সিএনজি চালিত অটোরিক্সা করে উদ্ধারকৃত মাদক পরিবহন করছিল।

এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জগন্নাথপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।