সুনামগঞ্জ জেলায় টিআরসি নিয়োগ-২০২৪ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত।
সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২৪ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৬ মার্চ ২০২৪ খ্রি.) সুনামগঞ্জ সরকারি কলেজে সকাল ১০টায় এই লিখিত পরীক্ষা শুরু হয় এবং সকাল সাড়ে ১১টায় শেষ হয়। জেলা পুলিশ লাইন্সে গত ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলা শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায়।
সফলভাবে সকল ধাপ উত্তীর্ণ পুরুষ প্রার্থী ৪৬৫ জন এবং নারী প্রার্থী ৩৮ জন আজ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে।
এ সময় এই টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্ উপস্থিত থেকে লিখিত পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিচালনা করেন।
এছাড়া এই নিয়োগ বোর্ডের ৬ জন সদস্যসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।