বুড়িচংয়ে বিদ্যালয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান।
নিজস্ব প্রতিবেদক:
সোমবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর খাড়াতাইয়া গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম খোকন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা ও ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ নেতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ঠিকাদার এবং পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ এম ইকবাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শাহানারা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, উপজেলা যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান হিরো মিজান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইকরামুল হক সোহাগ, শিক্ষক প্রতিনিধি মিনুয়ারা বেগম।
উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর ও কুমিল্লার কাগজের প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, ইউপি সদস্য তোফায়েল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান, উপজেলা যুবলীগ নেতা ও এডভোকেট মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির, শিক্ষানুরাগী সালমা আক্তার, সদস্য স্বপন আক্তার, ছাত্র লীগ নেতা নাজমুল হাসান জয়, সহকারী শিক্ষক যথাক্রমে নাজমা খাতুন, ফাহমিদা খাতুন, শিল্পী আক্তার, খালেদা আক্তার, ও ইকবাল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে শেষে প্রধান অতিথি এডভোকেট রেজাউল করিম খোকন, প্রধান বক্তা ইউপি চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন, বিদ্যালয় সভাপতি মোঃ সিরাজুল ইসলাম শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।