যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে লোক নিয়োগ পরীক্ষা-২০২৪ এর ৩য় দিন প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার শেষ দিনে তিনটি ইভেন্ট অনুষ্ঠিত।

১২ মার্চ ২০২৪, ১১:৪২:৫২

যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে লোক নিয়োগ পরীক্ষা-২০২৪ এর ৩য় দিন প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার শেষ দিনে তিনটি ইভেন্ট অনুষ্ঠিত।

অদ্য ১১/০৩/২০২৪খ্রিঃ সকাল ০৮.০০ ঘটিকা থেকে যশোর পুলিশ লাইন্স মাঠে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও অত্র জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে লোক নিয়োগ পরীক্ষা-২০২৪ এর ৩য় দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার শেষ দিনে তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

আজ প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার তৃতীয় দিনে সর্বমোট তিনটি ইভেন্ট অনুষ্ঠিত। ইভেন্ট তিনটি হলো দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইমিং।তিনটি ইভেন্টে কৃতকার্য প্রার্থীরাই লিখিত পরীক্ষার জন্য বিবেচিত হয়েছে। প্রতিটি ইভেন্ট শুরু হওয়ার আগেই সকল প্রার্থীদের ইভেন্টের নিয়ম-কানুন সম্পর্কে সুস্পষ্ট ব্রিফিং প্রদান করা হয়।

এছাড়াও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মহোদয় প্রার্থীদের মনোবল বৃদ্ধির জন্য ব্রিফিং প্রদান করেন। একই সাথে আগামী ২৮ মার্চ অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার জন্য সকলকে বেশি করে প্রস্তুতি নিতে বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অত্র নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ, পুলিশ হেডকোয়ার্টার্স কতৃক নিয়োগ সংশ্লিষ্ট তদারকি কমিটির সদস্যগণ, এবং অত্র নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোসবৃন্দ।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।