মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের আওতাধীন বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে বিভিন্ন কার্যক্রমে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের আওতাধীন বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে বিভিন্ন কার্যক্রমে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত।
আজ ১১ মার্চ ২০২৪ খ্রি. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ভবন, চট্টগ্রামের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের আওতাধীন বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে বিভিন্ন কার্যক্রমে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কৃষ্ণপদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি), সিএমপি, চট্টগ্রাম।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব মো: জাফরুল্ল্যাহ কাজল, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম।
কর্মশলায় প্রধান অতিথির বক্তব্যে মান্যবর সিএমপি কমিশনার মহোদয় বলেন মাদকের সর্বনাশা গ্রাস থেকে আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। তিনি মাদক নির্মূলে সকলের যৌথ প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি মাদক নির্মূলের অংশ হিসেবে সক্ষমতা বৃদ্ধির উপর জোর দেন।তিনি নেতৃত্ব নিয়ন্ত্রণ এর পাশাপাশি কার্য-সম্পাদনের সক্ষমতা অর্জনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।