পবিত্র রমজান উপলক্ষ্যে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করলেন পুলিশ সুপার।

১২ মার্চ ২০২৪, ১২:০৭:০২

পবিত্র রমজান উপলক্ষ্যে সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ মার্চ ২০২৪ খ্রি.) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পবিত্র রমজান মাসে মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে স্থানীয় বাজার সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনা করা হয়। সভায় পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, (পিপিএম-সেবা) সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। বাজার কমিটির সদস্যগণ বাজারের যানজট নিরসনে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েনসহ মার্কেটের বিভিন্ন সমস্যা পুলিশ সুপারের নিকট তুলে ধরেন। পুলিশ সুপার ব্যবসায়ীদের উত্থাপিত সমস্যাসমূহ সমাধানের জন্য জেলা পুলিশের পক্ষ হতে প্রয়োজনীয় সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার আসন্ন রমজান উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলার বিভিন্ন মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে অতিরিক্ত নাইটগার্ডসহ সিসি ক্যামেরা স্থাপনের জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, ডিআইও-১ মোঃ আনোয়ার জাহিদ, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ চৌধুরীসহ সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।