হরিণটানা থানা পুলিশ এর বিশেষ অভিযানে ২৫ (পঁচিশ) কেজি পুরাতন চোরাই তামার (এক) জন চোর চক্রের সদস্য গ্রেফতার।

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৩২:৫৫

নিজস্ব প্রতিনিধি:

কেএমপি’র হরিণটানা থানা পুলিশ – এর – বিশেষ অভিযানে ২৫ (পঁচিশ) কেজি পুরাতন চোরাই তামার তার সহ ০১ (এক) জন চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার হয়েছে।

খুলনা রিপোর্ট – সূএ তথ্য মতে জানায় – গত ১২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ, সন্ধ্যা ০৬:৫০ ঘটিকা’য় হরিণটানা থানা পুলিশ – এর – একটি চৌকস টিম মোবাইল ০৪ ডিউটি’রত অবস্থায় গোপন সংবাদ – এর – ভিত্তিতে উক্ত থানা’ধীন কেডিএ ময়ূর আবাসিক – এর – ভিতর ক্যাফে ময়ূরী’র রেষ্টুরেন্টের পিছনে কাশ বন – এর – ভিতর বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত বিশেষ উদ্ধার অভিযানে চোর চক্রের সক্রিয় সদস্য – ০১) মোঃ সুমন শেখ(১৯), পিতা-মোঃ তাজেল শেখ, সাং-কালিহাটি বটতলা, থানা ও জেলা-পিরোজপুর, বাংলাদেশ। গ্রেফতার পূর্বক আসামির হেফাজত হতে ২৫ (পঁচিশ) কেজি পুরাতন চোরাই তামার তার উদ্ধার করা হয়েছে। উক্ত বিষয় সংক্রান্তে গ্রেফতার’কৃত চোর চক্রের সক্রিয় সদস্য – মোঃ সুমন শেখ – এর – নামে হরিণটানা থানা’র মামলা করা হয়েছে। উক্ত মামলা’র নং-০৪, তাং-১২/০২/২০২৪ খ্রিঃ, ধারা-৪১৩ পেনাল কোড এ রুজু হয়েছে।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।