দুর্গাপুর থানা পুলিশের অভিযানে ৩৪০ (তিনশত চল্লিশ) বস্তা ভারতীয় চিনি, ০১টি কভার্ড ভ্যান উদ্ধারসহ ০১জন গ্রেফতার।
দুর্গাপুর থানা পুলিশের অভিযানে ৩৪০ (তিনশত চল্লিশ) বস্তা ভারতীয় চিনি, ০১টি কভার্ড ভ্যান উদ্ধারসহ ০১জন গ্রেফতার।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) জনাব মোঃ আক্কাস আলী এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ইনচার্জ জনাব উত্তম চন্দ্র দেব, দুর্গাপুর থানা, জনাব মাহফুজ আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই/মোঃ ছলিম উদ্দিন, এসআই।
মোঃ আবুশরীফ তাহার সঙ্গীয় টিমসহ গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর পৌরসভাধীন ঋষিপাড়া সাকিনস্থ এম.কে.সি.এম মোড় হইতে বালিকান্দি গামী পাকা রাস্তার উপর দুর্গামন্দিরের সামনে অবৈধপথে শুল্ককর ফাঁকি দিয়ে ভারত হতে আসা চিনি ০১টি কভার্ড ভ্যানে ভর্তি করিয়া অন্যত্র যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
উক্ত সংবাদের ভিত্তিতে ইং ১৭/০৩/২০২৪ তারিখ বিকাল ১৬.৪৫ ঘটিকায় উপরোক্ত ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া কভার্ড ভ্যানের হেলপার জুবায়েদ হোসেন (১৬) পালানোর চেষ্টাকালে আটক করা হয়।
কভার্ড ভ্যানের ড্রাইভারসহ অজ্ঞাতনামা ২/৩জন পালিয়ে যায়। তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে কাভার্ড ভ্যানের পিছনে দরজা খুলিয়া ৩৪০টি (তিনশত চল্লিশ) প্লাস্টিকের বস্তা যাহার মধ্যে প্রতিটি মুখ সেলাই করাবস্থায় পাইয়া জব্দ করা হয়।
প্রতিটি বস্তায় ৫০ কেজি করিয়া সর্বমোট (৫০ X ৩৩৯) = ১৬,৯৫০ এবং (০১ X ৩৫) = ৩৫ সর্বমোট (১৬,৯৫০+৩৫)= ১৬,৯৮৫ (ষোল হাজার নয়শত পঁচাশি) কেজি, যাহার বাজার মূল্য অনুমান (১২০ X ১৬,৯৮৫) = ২০,৩৮,২০০/- (বিশ লক্ষ আটত্রিশ হাজার দুইশত টাকা) উদ্ধার করি। উক্ত বিষয়ে দুর্গাপুর থানার মামলা নং-১৮, তারিখ- ১৮/০৩/২০২৪ খ্রি. ধারা-25B (1) (b)/25D The Special Powers Act, 1974 রুজু করা হয়।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।