দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র আর দলীয় প্রার্থীদের মধ্যে বিবাদ।

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ৮:০৬:৪৮

নিজস্ব প্রতিবেদক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র আর দলীয় প্রার্থীদের মধ্যে যে বিবাদের দেয়াল তৈরি হয়েছিল – সেটি ভেঙে ঐক্যের দুর্গ গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার – এর – মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোঃ সাইফুজ্জামান টুটুল (বার্তা সম্পাদক) – নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং দেশের গণতন্ত্র বাঁচাতে এই কৌশল নিতে হয়েছিল, জানিয়ে তিনি বলেন, এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে কাজ করে মানুষের ভাগ্য গড়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।

গত শনিবার (১০ ফেব্রুয়ারি) ২০২৪ ইং তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার – এর – মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা’য় উক্ত সব কথা বলেন তিনি। প্রতিটি জেলা থেকে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা বর্ধিত সভায় অংশ নেন। প্রতিটি বিভাগের জন্য আলাদা জায়গা বরাদ্দ রাখা হয়েছে। নেতাকর্মীদের উদ্দেশে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন – ‘সংগঠনই হচ্ছে মূল শক্তি। এবারের নির্বাচনে দলীয় আর স্বতন্ত্র নির্বাচন করতে গিয়ে অনেকের মনকষাকষি বা কিছু হয়েছে। যেটা হয়ে গেছে, সেটা এখন ভুলে যেতে হবে। সবাইকে এক হয়ে কাজ করতে হবে। জনগণের ওপর বিশ্বাস-আস্থা রাখতে হবে। আর যদি কোথাও কোনো সমস্যা দেখা দেয়, সেটার সমাধান কেন্দ্রীয় কমিটি করবে, আমরা আছি।’ ‘নিজেদের মধ্যে কোনো আত্মঘাতী সংঘাত যেন না হয়। সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। এর ওপর দোষ, ওর ওপর দোষ; এই দোষারোপ করার কোনো অর্থ হয় না। এবার নৌকার জোয়ার ছিল। সেই জোয়ারে যদি কেউ দাঁড়াতে না পারে, সেটা কার দোষ। এটা মাথায় রাখতে হবে। দোষারোপ করে কোনো লাভ নেই।’ তিনি আরো বলেন – এবার নির্বাচন যদি উন্মুক্ত না হতো, তাহলে এই নির্বাচনকে শুধু প্রশ্নবিদ্ধ করা না, বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করা হতো। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে যেখানে আমরা এগিয়ে গিয়েছি, সেই অগ্রগতিটাও নস্যাৎ হয়ে যেত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সমালোচকদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতি বলেন, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং বলে, নির্বাচন অবাধ হয়নি, তাদের কাছে আমার প্রশ্ন—সুস্পষ্টভাবে বলতে হবে, কী কী ক্ষেত্র দেখে তারা বলছে যে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। সেটা তাদের বলতে হবে। সেটা না বলে তারা একইভাবে বলে যাচ্ছে নির্বাচন হয়েছে কিন্তু অবাধ হয়নি।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।