জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় পুলিশ সুপার, মীর আবু তৌহিদ।

১৮ মার্চ ২০২৪, ৯:০৩:৪৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় পুলিশ সুপার, মীর আবু তৌহিদ।

আজ ১৭ মার্চ ২০২৪ খ্রিঃ স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

দিবসটি উপলক্ষে আজ (রবিবার) সকালে রাঙ্গামাটি সদরস্থ বঙ্গবন্ধু ম্যুরালে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়। এসময় জাতির পিতার প্রতি স্যালুট জানিয়ে সম্মান প্রদর্শন করেন পুলিশ সুপার।

অতঃপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে রাঙ্গামাটি সদরস্থ ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে রাঙ্গামাটি জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।

এসময় পুলিশ সুপার স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর ইতিহাস মানে স্বাধীন বাংলাদেশের ইতিহাস। তিনি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। তিনি ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

অল্পবয়স থেকেই বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিভার প্রকাশ ঘটতে থাকে। বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান ছিলো অবিস্মরণীয়। বিশেষ করে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা এবং সর্বশেষ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষনা দিয়ে ইতিহাসে চির স্মরণীয় হয়ে আছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য ও মহান জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব দীপংকর তালুকদার, এমপি মহোদয়, সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোশারফ হোসেন খান সহ, রাঙ্গামাটি পার্বত্য জেলার সরকারি বিভিন্ন দপ্তরের ঊধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।