পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়ের হবিগঞ্জ সদর মডেল থানা বার্ষিক পরিদর্শন।

২৩ মার্চ ২০২৪, ৮:০৯:৩৬

পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়ের হবিগঞ্জ সদর মডেল থানা বার্ষিক পরিদর্শন।

বৃহস্পতিবার (২১ মার্চ ২০২৪) হবিগঞ্জ জেলার সদর মডেল থানা বার্ষিক পরিদর্শন করেছেন জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা।

সম্মানিত পুলিশ সুপার, হবিগঞ্জ সদর মডেল থানায় পৌঁছালে তাকে ফুলেল অভ্যর্থনা জানান জনাব মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ।

এ সময় সুযোগ্য পুলিশ সুপার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

সালাম ও অভিবাদন গ্রহণ শেষে সম্মানিত পুলিশ সুপার, থানার বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিষ্টারপত্র খতিয়ে দেখেন।

পরে তিনি থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন জনাব হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, জনাব অজয় চন্দ্র দেব, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, হবিগঞ্জ ও সদর মডেল থানায় কর্মরত অফিসার ও ফোর্সগণ।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।