গাইবান্ধার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পলাশবাড়ীতে নিয়মিতভাবে স্বাভাবিক প্রসবের পাশাপাশি, ১৯ মার্চ থেকে নিয়মিতভাবে শুরু হয়েছে প্রয়োজনীয় সিজারিয়ান সেকশনের কার্যক্রম।

২৩ মার্চ ২০২৪, ৮:৫৮:৫২

গাইবান্ধার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পলাশবাড়ীতে নিয়মিতভাবে স্বাভাবিক প্রসবের পাশাপাশি, ১৯ মার্চ থেকে নিয়মিতভাবে শুরু হয়েছে প্রয়োজনীয় সিজারিয়ান সেকশনের কার্যক্রম।

প্রথমবারের মত গর্ভবতী ২০ বছর বয়সী একজন মা, অলিগোহাইড্রামনিওস অর্থাৎ গর্ভের কম মাত্রার অ্যামনিওটিক তরলের সমস্যা নিয়ে সন্তান প্রসবের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে, বিশেষজ্ঞ চিকিৎসকেরা দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে রোগীর প্রয়োজনীয় অস্ত্রোপচারের সিদ্ধান্তে আসেন।

অবশেষে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রয়োজনীয় সিজারিয়ান সেকশনের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম হয় এবং মা ও শিশু উভয়ই বর্তমানে সুস্থ আছে।

অস্ত্রোপচারটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।