সুনামগঞ্জে সদর থানা পুলিশের অভিযানে ১৩০ বোতল বিদেশী মদসহ ১জন গ্রেফতার।
সুনামগঞ্জে সদর থানা পুলিশের অভিযানে ১৩০ বোতল বিদেশী মদসহ ১জন গ্রেফতার।
সুনামগঞ্জের সদর থানার এসআই মোঃ রিয়াজ উদ্দিন ও এসআই শাহ আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১৩০ বোতল ভারতীয় মদসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন সুনামগঞ্জ সদর থানার মোহনপুর গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে মোঃ আবুল হোসেন (৩৯)। গতকাল সোমবার (১৮ মার্চ ২০২৪ খ্রি.) দিবাগত রাত সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানাধীন মোহনপুর গ্রামে পলাতক আসামি নুর হোসেনের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটককৃত আসামির নিকট থেকে ৮২ বোতল MAGIC MOMMENTS এবং ৪৮ বোতল AC BLACK নামক সর্বমোট ১৩০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আসামিদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।