সিএমপি পতেঙ্গা থানার অভিযানে চুরি যাওয়া ব্যাটারিসহ আটক ০৪ জন।
সিএমপি পতেঙ্গা থানার অভিযানে চুরি যাওয়া ব্যাটারিসহ আটক ০৪ জন।
কোস্টগার্ড বেইজের মেইন গেটের সামনে রাখা নৌবাহিনীর বাসের দুইটি ব্যাটারি চুরির ঘটনায় সিএমপি পতেঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলার প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা খাজা এনাম এলাহী সঙ্গীয় অফিসার ফোর্সসহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চুরির ঘটনায় জড়িত মো. আনোয়ার হোসেন, জাহাঙ্গির আলম প্র. হৃদয় বাবু ও মো. মইনুল ইসলামকে গ্রেফতার করেন।
পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর চান্দগাও এলাকা থেকে চুরি যাওয়া যাবতীয় মালামালসহ মো. জসিম উদ্দিনকে আটক করেন। পরবর্তীতে নগরীর হালিশহর এলাকার একটি সিএনজি’র গ্যারেজ থেকে চোরাই কাজে ব্যবহৃত সিএনজি টি উদ্ধারপূর্বক জব্দ করেন।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু আছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।