শায়েস্তাগঞ্জ উপজেলার ইন্ডাস্ট্রিয়াল এলাকার নিরাপত্তা ব্যবস্থা ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতনভাতাদি সংক্রান্তে সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার, হবিগঞ্জ।
শায়েস্তাগঞ্জ উপজেলার ইন্ডাস্ট্রিয়াল এলাকার নিরাপত্তা ব্যবস্থা ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতনভাতাদি সংক্রান্তে সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার, হবিগঞ্জ।
অদ্য ২৩ মার্চ ২০২৪খ্রি. অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা মহোদয় জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন হবিগঞ্জ ইন্ডাষ্ট্রিয়াল পার্ক (আর এফ এল) ও স্কয়ার ডেনিমস লিমিঃ সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় কোম্পানী গুলোর নিরাপত্তা ব্যবস্থা ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কর্মরত শ্রমিকদের বেতনভাতাদি সংক্রান্তে কোম্পানী কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন। তাছাড়াও পুলিশ সুপার মহোদয় ইন্ডাস্ট্রি গুলোর বিভিন্ন কার্যক্রম গুলো পরিদর্শন করেন।
পরির্দশনের সময় উপস্থিত ছিলেন জনাব হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, জনাব মো: মোবারক হোসেন, অফিসার ইনচার্জ, শায়েস্তাগঞ্জ থানা, হবিগঞ্জ ও জনাব মোঃ নূর হোসেন মামুন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, হবিগঞ্জ।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।