খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা-২০২৪ এর বাণী অর্চণা অনুষ্ঠানে কেএমপি’র পুলিশ কমিশনার-অংশগ্রহণ করেছে।

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ৯:৩৯:৫৪

ক্রাইম রিপোর্ট:

সূএ তথ্য মতে জানায় – গত ১৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ, ০১ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ, বুধবার দুপুর ১২:৩০ ঘটিকা’য় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা-২০২৪ – এর – বাণী অর্চণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেএমপি’র পুলিশ কমিশনার – মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয় উপস্থিত ছিলো। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘ কর্তৃক আয়োজিত সরস্বতী পূজার বাণী অর্চণা অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বক্তব্য প্রদান করে। তিনি বলে – আমরা সবাই জানি বিদ্যা এবং সংগীতের দেবী সরস্বতী। সনাতন ধর্মাবলম্বী বাচ্চাদের বিদ্যার দেবী সরস্বতীর সামনে শিক্ষার হাতে খড়ি হয়। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যার দেবী সরস্বতীর কৃপায় জ্ঞানার্জনের মাধ্যমে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে অসাম্প্রদায়িক সমাজ গড়ে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে। তখন উপস্থিত ছিলো – খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী, বাংলাদেশ নিযুক্ত ভারতীয় সরকারি হাইকমিশনার – ইন্দ্রজিৎ সাগর এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদমর্যাদার শিক্ষক-কর্মকর্তা, ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও শিক্ষার্থী’বৃন্দ।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।