সুনামগঞ্জ জেলায় কর্মরত সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন ও মোঃ কাউসার গাজী সদ্য পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত হন।

সুনামগঞ্জ জেলায় কর্মরত সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন ও মোঃ কাউসার গাজী সদ্য পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত হন।
এই উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৪ মার্চ ২০২৪ খ্রি.) দুপুর পৌনে ১টায় পুলিশ সুপার কার্যালয়ে তাদেরকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরানো হয়।
পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্ পিপিএম-সেবা সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শকদ্বয়কে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শকদ্বয়কে অভিনন্দন জানান এবং আগামীতে আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন ও মোঃ কাউসার গাজী পদোন্নতি সূত্রে জেলা পুলিশ সুনামগঞ্জ হতে নৌ-পুলিশে যোগদান করবেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন, ও অর্থ, পুলিশ সুপার পদে, পদোন্নতিপ্রাপ্ত, আবু সাঈদ ও পুলিশ পরিদর্শক (আরওআই) সাজ্জাদুর রহমান।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।