বাহুবল থানায় ডাকাতি মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার, হবিগঞ্জ।

২৬ মার্চ ২০২৪, ৮:৩৮:১৮

বাহুবল থানায় ডাকাতি মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার, হবিগঞ্জ।

গত ০৯/০৩/২০২৪ খ্রিঃ রাত অনুমান ০২.৫০ ঘটিকা হইতে ০৩.৩০ ঘটিকায় অজ্ঞাতনামা ১৫/২০ জন ডাকাত দেশীয় অস্ত্রসস্ত্র হাতে নিয়া হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন।

আব্দাকামাল সাকিনস্থ আকিজ গ্রুপের নতুন প্রজেক্ট এর পশ্চিম-দক্ষিণ দিকে ০৪ নং পোস্ট এর কাছে টিনের বেড়া কেটে প্রজেক্টের ভিতরে প্রবেশ করে নিরাপত্তা প্রহরী মোঃ সবুজ হাওলাদারকে ডাকাতরা বেঁধে

দেশীয় অস্ত্র রামদা, লোহার রড ইত্যাদি দিয়া মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও বারি দিয়ে গুরুতর রক্তাক্ত কাটা জখম করতঃ তার মুখে স্কচটেপ প্যাঁচিয়ে এবং হাত পা রশি দ্বারা বেঁধে মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়।

উক্ত ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে সম্মানিত পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা মহোদয় বাহুবল থানা পুলিশকে দ্রুত লুণ্ঠিত মালামাল উদ্ধার ও আসামী গ্রেফতারের নির্দেশ দেন।

পরে উক্ত ঘটনায় বাহুবল মডেল থানার মামলা নং-০৯, তাং-১০/০৩/২০২৪খ্রি., ধারা-৩৯৫/৩৯৭ পনোল কোড ১৮৬০ রুজু হলে অদ্য ১২ মার্চ ২০২৪খ্রি, তারিখ অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা মহোদয় ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হাসিবুল ইসলাম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য যে, পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়ের সার্বিক নির্দেশনায় গত ১০ মার্চ ২০২৪খ্রি. তারিখ বাহুবল মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির ঘটনায় জড়িত আসামী ১। মোঃ কামরুল ইসলাম (২৫), পিতা-মৃত ময়না মিয়া, মাতা-রোকেয়া খাতুন, সাং-ভাটপাড়া, ০১নং পুটিজুড়ী ইউনিয়ন, থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ, ২।

ওসমান গণি (৩৫), পতিা-জমসেদ আলী, মাতা-জাহেদা বেগম, সাং-র্পূববাগ (পুরাতন বাজারের পাশে, থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কামরুল ইসলাম এর হেফাজত হতে মামলার লুণ্ঠিত মালামাল ৬৫ কেজি তামা তার যার মূল্য অনুমান ২০,০০০০০/- (বিশ লক্ষ) টাকা উদ্ধার করেন এবং অপর ধৃত আসামী ওসমান গণির দেওয়া তথ্য মতে ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে ১৫০ কেজি তামার তার উদ্ধার করে যার মূল অনুমান ৫০,০০০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকা।

এছাড়াও উপস্থিত ছিলেন বাহুবল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মশিউর রহমান ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ জনাব মোঃ নূর হোসেন মামুন।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।