।ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ -২০২৪ এর মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষা সম্পন্ন।
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ -২০২৪ এর মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষা সম্পন্ন।
অদ্য ১৩ মার্চ ২০২৪খ্রি. বুধবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ-২০২৪ এর মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আজ সকাল ০৮:০০ ঘটিকায় হবিগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জানুয়ারি-২০২৪ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর সমূহ (মেধাক্রম অনুযায়ী নয়) প্রকাশ করা হয়।
পরে সকাল ১০:০০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ লাইন্স রিজার্ভ অফিসের অভ্যন্তরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষায় নিয়োগ বোর্ডের সভাপতি হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা মহোদয় ছাড়াও অন্যান্য সদস্য হিসেবে জনাব মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সিলেট, জনাব হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, জনাব মোঃ শহিদুল হক মুন্সি, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল), সুনামগঞ্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।