মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়।

২৬ মার্চ ২০২৪, ৯:০২:৫৯

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়।
আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত চিং হ্লা মং মারী স্টেডিয়ামে আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সকালে বেলুন ও পায়রা উড়িয়ে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোশারফ হোসেন খান মহোদয় এবং পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অত:পর রাঙ্গামাটি জেলা পুলিশের কন্টিনজেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ শুরু হয় । এসময় সালামী মঞ্চ থেকে সম্মানিত জেলা প্রশাসক মহোদয় ও পুলিশ সুপার মহোদয় কুচকাওয়াজের অভিবাদন গ্রহন করেন।
অনুষ্ঠানে কুচকাওয়াজের প্যারেড কমান্ডার, কন্টিনজেন্ট কমান্ডার, ডিসপ্লে প্রদর্শনে অংশগ্রহণকারী দল সহ আমন্ত্রিত অতিথিদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এসময় রাঙ্গামাটি জেলা পুলিশ ও সরকারি বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নানান শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।