মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে কুচকাওয়াজ পরিদর্শন করেন পুলিশ সুপার, হবিগঞ্জ।
২৬ মার্চ ২০২৪, ৯:০৫:১৫
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে কুচকাওয়াজ পরিদর্শন করেন পুলিশ সুপার, হবিগঞ্জ।
অদ্য সকাল ০৮:৩০ ঘটিকার সময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে হবিগঞ্জ জেলা জালাল স্টেডিয়ামে আয়োজিত কুচকাওয়াজ, পতাকা উত্তোলণ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা জেলা পুলিশের নেতৃত্বে বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মিলিত প্যারেড পরিদর্শন করেন এবং অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, জনাব পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, জনাব মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের সদস্যগণসহ ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।